আসসালামু আলাইকুম, মুহতারাম।
আলহামদুলিল্লাহ। আসসলাতু ওয়াসসালামু আ'লা রসুলিল্লাহ।
রমজানের শেষের ১০ দিনের যেকোন বিজোড় রাতে (২১, ২৩, ২৫, ২৭, ২৯) হতে পারে পবিত্র লাইলাতুল ক্বদর।
মাসজিদুল হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ রাতের জন্য এক চমৎকার আমলের ফর্মুলা দিয়েছেন:
১) "প্রতিরাতে এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি রাতটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৩ বছর ৪ মাস(১০০০ মাস) পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।
.
২) প্রতিরাতে দু' রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি রাতটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে তবে আপনি ৮৩ বছর ৪ মাস পর্যন্ত প্রতিদিন দু' রাকা'আত সালাতের সাওয়াব পাবেন।
.
৩) প্রতিরাতে তিন বার সূরা ইখলাস পাঠ করুন, যদি রাতটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৩ বছর ৪ মাস পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন ।"
.
তিনি আরও বলেন, উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
.
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]
এখন আমার প্রশ্ন করছি।
আমি ১০ টাকা প্রতি রাতে জমিয়ে রাখলাম সাদাকার উদ্দেশ্যে। কিন্তু রাতের বেলা কাওকে দিতে পারলাম না। এভাবে ১০ দিনে ১০০ টাকা জমিয়ে পরে দিলাম। তাহলে কি লাইতুল কদরের দানের সোয়াব ভাগ্যে জুটবে?
টাকাটা মসজিদে দেয়া যায়। কিন্তু, মসজিদে টাকা দেয়ার অনেক লোক থাকলেও দরিদ্র অসহায়দের দেয়ার লোক কম। রাতের বেলা দরিদ্র লোকের দেখাও মেলে কম।
আমরা তো জানি, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়তের জন্য কি লাইলাতুল কদরের উসিলায় ১০০০ মাসের সোয়াব আমি পাব না?