আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

About

আই-ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত। আপনার দ্বীন সম্পর্কীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছে আমাদের  অভিজ্ঞ ওলামায়কেরাম ও মুফতি সাহেবগনের একটা টিম যারা ইনশাআল্লাহ প্রশ্ন করার ২৪-৪৮ ঘন্টার সময়ের মধ্যেই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।   

ফতোয়া বোর্ডঃ

মুফতী ইমদাদুল হক 

মুফতী ইমদাদুল হক দাওরায়ে হাদীস ও তাখাচ্ছুস ফিল ফিকহ (ফিকহ অনার্চ) সম্পন্ন করেন জামেয়া কাসিমূল উলূম দরগাহে হযরত শাহজালাল রাহ সিলেট থেকে।
তিনি ইতিপূর্বে মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন ঢাকা উত্তর রানাপিং আরাবিয়্যাহ মাদরাসা,গোলাপগঞ্জ।
এবং জামেয়া হুসাইনিয়া মতিনিয়া হেতিমগঞ্জ মাদরাসা।
বর্তমানে তিনি মুহাদ্দিস ও মুফতী হিসেবে আছেন জ্বালালপুর ক্বাসিমূল উলূম মাদরাসা,জগন্নাথপুর, সুনামগঞ্জ।
এবং ইমাম ও খতিব হিসেবে আছেন পল্লীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মনজিদ,জগন্নাথপুর, সুনামগঞ্জ।
এছাড়া তিনি ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ এর পরিচালক।
এছাড়া জনপ্রিয় ও গ্রহণযোগ্য ফেকহী ফেইসবুক গ্রুপ দৈনন্দিন জিজ্ঞাসাঃশরয়ী সমাধান, এর মুফতী ও এডমিন প্যানেলের সদস্য।

মুফতী ওলি উল্লাহ

মুফতী ওলি উল্লাহ বর্তমানে খেদমতে করছেন দারুস সুন্নাহ মাদিনাতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসায়।
তিনি দাওরা হাদীস(মাস্টার্স)  সম্পন্ন করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল (জামিল মাদ্রাসা) থেকে। তিনি ইসলামী আইন অনুষদ  (ইফতা) বিষয়ের উপরেও পড়াশোনা করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল (জামিল মাদ্রাসা) ।

মুফতী আব্দুল ওয়াহিদ

তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেন আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা থেকে।
ইফতা সম্পন্ন করেন আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা থেকে। 
তাখাস্সুস ফিদ্দাওয়াহ সম্পন্ন করেন ইসলামী দাওয়াহ ইন্সটিউট, মান্ডা,  ‍মুগদা, ঢাকা থেকে।

মুফতি মুজিবুল ইসলাম মুজিব

দাওরায়ে হাদিস সম্পন্ন করেন জামিয়া আরাবিয়া নিউটাউন মাদরাসা, দিনাজপুর থেকে।
ইফতা সম্পন্ন করেন জামিয়া মাদানিয়া বরিধারা, গুলশান, ঢাকা থেকে।
তাখাস্সুস ফিদ্দাওয়াহ সম্পন্ন করেন ইসলামী দাওয়াহ ইন্সটিউট, মান্ডা,  ‍মুগদা, ঢাকা থেকে।

মুফতী সাহেবদের উত্তর দেওয়ার সময়সূচী

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...