আসসালামু আলাইকুমক
১এক স্থানে সর্বোচ্চ কতদিন পর্যন্ত অবস্থান করলে মুসাফির কসর সালাত আদায় করতে পারে?
২. কোনো ব্যক্তি কসর আদায় করার মতো দূরত্বে অবস্থান করে এবং সে ১৪দিন এর বেশি অবস্থান করছে কিন্তু সালাত আদায় করেনি।এখন সে আরো ৭ দিন এর মতো থাকবে এ অবস্থায় সে সালাত শুরু করলে কী কসর সালাত আদায় করবে নাকি স্বাভাবিক ভাবে সম্পূর্ণ সালাত আদায় করবে?
৩..মুসাফির ব্যক্তি যদি ঢাকার বাসাবো এলাকায় ১৪ দিন থাকে এবং কসর সালাত আদায় করে তারপর আরো ১২ দিন মিরপুর এলাকায় থাকে ঔ অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য ১২দিনের কসর সালাত হবে নাকি স্বাভাবিক সালাত আদায় করতে হবে?