ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু আই ফাতাওয়া থেকে ফাতাওয়া দেয়া হয়েছে যে, তালাক হবে না।তাই আর সন্দেহ করার কোনো কারণ নাই। সুতরাং বিয়ে নবায়নেরও কোনো প্রয়োজনিয়তা নাই।
তারপরও যদি আপনাদের মন বুঝে, মনকে বুঝানোর জন্য বিয়ে করে নিতে পারেন। শুধুমাত্র দুজন সাক্ষীর লাগবে। সাক্ষী ব্যতিত বিয়ে হবে না। দুজন সাক্ষীর সামনে আপনারা পরস্পর মহর উল্লেখ বাবৎ ইজাব কবুল করে নিবেন,বিয়ে হয়ে যাবে।
আল্লামা হাসক্বফী রা বলেনঃ
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2679
আমাদের iom ওয়েবসাইট থেকে আমাদের অফিসের ঠিকানা সংগ্রহ করে নিতে পারেন।