জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিয়ের সময় মোহরানা নির্ধারিত না হলে এক্ষেত্রে সহবাস ও খালওয়াতে সহীহাহ এর আগেই স্ত্রীকে তালাক দেয়া হলে স্ত্রী মোহরানা পাবেনা।
তাদেরকে থ্রি পিস দিতে হবে।
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
لَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِنۡ طَلَّقۡتُمُ النِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوۡہُنَّ اَوۡ تَفۡرِضُوۡا لَہُنَّ فَرِیۡضَۃً ۚۖ وَّ مَتِّعُوۡہُنَّ ۚ عَلَی الۡمُوۡسِعِ قَدَرُہٗ وَ عَلَی الۡمُقۡتِرِ قَدَرُہٗ ۚ مَتَاعًۢا بِالۡمَعۡرُوۡفِ ۚ حَقًّا عَلَی الۡمُحۡسِنِیۡنَ ﴿۲۳۶﴾
যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে অথবা মোহর নির্ধারণ না করেই তালাক দাও তবে তোমাদের কোন অপরাধ নেই। আর তোমরা তাদের কিছু সংস্থান করে দেবে, সচ্ছল তার সাধ্যমত এবং অসচ্ছল তার সামর্থ্যানুযায়ী, বিধিমত সংস্থান করবে, এটা মুহসিন লোকদের উপর কর্তব্য।
(সুরা বাকারা ২৩৬)
আর যদি বিয়ের সময় স্ত্রীর মোহর নির্ধারিত হয় কিন্তু স্বামী-স্ত্রীর মিলনের আগেই বা খালওয়াতে সহীহাহ এর আগেই স্ত্রীকে তালাক প্রদান করা হয় তবে স্বামীকে নির্ধারিত মোহরের অর্ধেক আদায় করতে হবে।
,
তবে এক্ষেত্রে খালওয়াতে সহীহাহ হলে তাহা সহবাসের স্তরে ধরে পূর্ণ মোহর ওয়াজিব হবে।
,
বিস্তারিত জানুনঃ
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি খালওয়াতে সহীহাহ না হয়ে থাকে,এবং মোহরানা নির্ধারিত না থাকে,তাহলে এক্ষেত্রে তালাক দিলে শুধুমাত্র থ্রি পিস দিতে হবে।
আর যদি মোহরানা নির্ধারিত থাকে,তাহলে খালওয়াতে সহীহাহ না হয়ে থাকলে অর্ধেক মোহর দিতে হবে।
,
আর যদি খালওয়াতে সহীহাহ হয়ে থাকে,তাহলে পূর্ণ মোহর দিতে হবে।