বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"আছপে যায়তুন গাছ" এখানে আছপে দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন,আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
(২)
যে কাপড় পরে মেহমান বাড়িতে যাওয়া যায়, জনসম্মুখে যাওয়া যায়, এমন কাপড় পড়া নামাযে মাকরুহ নয়।চায় কনুই পর্যন্তই হোক না কেন।
(৩)
নামাযে প্রয়োজনে হাটা যায়, তবে কিবলার দিক থেকে বুক সরতে পারবে না।বিশেষ প্রয়োজন দেখা দিলে সামন-পিছনে হাটা যায়, চায় ফরয নামায হোক বা নফল হোক, তবে কিবলার দিক থেকে বুক নড়তে পারবে না।
(৪)
রাসূলুল্লাহ সাঃ মানুষকে হেদায়ত দান করার জন্য এসেছেন। হেদায়ত দান করতে যা যা প্রয়োজন, তার সবটুকুই বলে গেছেন।পিরামিডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এ সম্পর্কে বলাটাও তেমন জরুরী কোনো বিষয় নয়। সুতরাং এসম্পর্কে প্রশ্ন করাটাও সমীচীন নয়।
(৫)
তাসবিহের অনেক অর্থ হতে পারে।তাহমিদ অর্থ আল্লাহর প্রশংসামুখর বানী।যখন তাহমিদের সাথে তাসবিহ শব্দের উল্লেখ হবে, তখন এর অর্থ হবে, সুবহানাল্লাহ।
(৬)
তাবুতে সাকিনা হল,সেই তাবুত যাতে মুসা আঃ এর লাঠি এবং বনি ইসরাঈলের অন্যান্য নবীদের জিনিষপত্র সংরক্ষিত ছিল।
বর্তমানে আছে কি নাই? কিংবা তাতে কি রয়েছে? এসম্পর্কে স্পষ্ট কোনো বিবরণ খুজে পাওয়া যায় না।
(৭)
এমন কোনো হাদীস সম্পর্কে আমরা জানি না।
(৮)
সেটাও আমাদের জানা নেই।