আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
195 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
1মিরআতুল মাফাতিহ  বইয়ের ১ম খনডে আছপে যায়তুন গাছ হলো নবী ও আগের নবীগণের দাতন এটা কি সহিহ হাদীস
2 শাইখ অনেকে বলে যে কনুই উপরে পোশাক পরে নামায পড়লে নাকি মাকরুহ
আসলে এ-ই বিষয়ে হাদীস কি বলে,
এবং কোন ফতোয়ার কিতাবের কেন এমন বলা আছে
আমাকে বলুন
3 সাহাবী আয়শা হতে বরনিত,রাসুলআললাহ নফল নামায রত অবসতায় হেটে এসে উনার জনন ঘরের দরজা খুললেন এবং আগের অবসহায় ফিরে গেলেন।এটি তিরমীযির জুমুআ নামায অধ্যায়ের হাদীস।এখন নফল নামায পড়া অবসতায় আমি কি করতে পারি?
4 পিরামিড সমপর্কে ইসলাম কি বলে , এটি কারা বানিয়েছে, এটার কি কোন ঐতুহাসিক লিখা আছে ইসলামে,
এটাতো একটা বৃহত জিনিস, এ-ই ব্যাপারে নবীজি কে ন কিছু  বলেন নি।
যতটা জানা যায় এটা তো মনে হয়ে মূসার নবীর আগের সময়ের,তবে নবীজি মূসার নবীর কথা মিশরের কথা বলার সময় কে ন পিরামিডের কথা বলেন নি।
এত বড় বড় পাথর দিয়ে কারা এটি তৈরী করলো,বনী ইসরায়েল দের তো এমন কোন শক্তি নেই।
নিশ্চয়ই এটি ভাবার বিষয়।
5
তাসবীহ &তাহমিদ মানে কি

তাসবীহ মানে সুবহানাল্লাহ কিন্তু  এখানে তাসবীহ এর বাহ্যিক ও অভ্যনতরীন অর্থটা কি
অনুরুপ তাহমিদ এ-র টাও
6 তাবুতে ছাকিনা কি,এটা নাকি তুরস্কে আছে,
আসলে এটা নিয়ে হাদিস ও আছে

আমি চাইছি তাবুতে ছাকিনা এবং বায়তুল মাকদিসের যেওর বিষয়ে বিস্তারিত বর্ণনা
7নবীজি বলেছেন রসুনে ৭০টি উপকারিতা আছে এটা কি সহীহ হাদিস
৮নবীজি বলেছেন যে পাগড়ী পড়লে ধৈর্য শক্তি বাড়ে যা ফাতহুল বারীতে আছে
এটা কি সহীহ কথা

1 Answer

0 votes
by (606,750 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"আছপে যায়তুন গাছ" এখানে আছপে দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন,আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
(২)
যে কাপড় পরে মেহমান বাড়িতে যাওয়া যায়, জনসম্মুখে যাওয়া যায়, এমন কাপড় পড়া নামাযে মাকরুহ নয়।চায় কনুই পর্যন্তই হোক না কেন।

(৩)
নামাযে প্রয়োজনে হাটা যায়, তবে কিবলার দিক থেকে বুক সরতে পারবে না।বিশেষ প্রয়োজন দেখা দিলে সামন-পিছনে হাটা যায়, চায় ফরয নামায হোক বা নফল হোক, তবে কিবলার দিক থেকে বুক নড়তে পারবে না।

(৪)
রাসূলুল্লাহ সাঃ মানুষকে হেদায়ত দান করার জন্য এসেছেন। হেদায়ত দান করতে যা যা প্রয়োজন, তার সবটুকুই বলে গেছেন।পিরামিডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এ সম্পর্কে বলাটাও তেমন জরুরী কোনো বিষয় নয়। সুতরাং এসম্পর্কে প্রশ্ন করাটাও সমীচীন নয়।

(৫)
তাসবিহের অনেক অর্থ হতে পারে।তাহমিদ অর্থ আল্লাহর প্রশংসামুখর বানী।যখন তাহমিদের সাথে তাসবিহ শব্দের উল্লেখ হবে, তখন এর অর্থ হবে, সুবহানাল্লাহ। 
(৬)
তাবুতে সাকিনা হল,সেই তাবুত যাতে মুসা আঃ এর লাঠি এবং বনি ইসরাঈলের অন্যান্য নবীদের জিনিষপত্র সংরক্ষিত ছিল।
বর্তমানে আছে কি নাই? কিংবা তাতে কি রয়েছে? এসম্পর্কে স্পষ্ট কোনো বিবরণ খুজে পাওয়া যায় না।

(৭)
এমন কোনো হাদীস সম্পর্কে আমরা জানি না।
(৮)
সেটাও আমাদের জানা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...