বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(ক)এখানে আত্মীয়তা প্রতিষ্ঠার আরো বড় আকর্ষণ বলতে এমন কিছু কে উদ্দেশ্য নেওয়া হয়েছে, যা মানুষ পছন্দ করে, যেমন একজন মেয়ে কোনো বড় আলেম বা ওলী আউলিয়ার ঘরের সন্তান, দেখুন-আলেম হওয়া বা না হওয়া কু’ফুর অন্তুর্ভুক্ত নয়, তবে এটা বিয়ের একটা বড় আকর্ষণ। এরকম আরো কিছু । জাযাকাল্লাহ।
(খ)উত্তর দেয়া হয়েছে।
(গ) ঘাম বিচি থেকে বের হওয়া হাল্কা রক্তের আভাতে কি কাপড় নাপাক হবে না। তবে এক দিরহাম পরিমাণ হয়ে গেলে কাপড় নাপাক হবে।
(ঘ)জ্বী,বর্ণনার উৎস,রেফারেন্স।
(ঙ)
যদি আপনি মাসের শেষের দিকে হিসেবে করেন, তাহলে আপনি যেই মাসে যাকাত দিবেন, সেই মাসের ঘর ভাড়া, হাট-বাজার খরচ, ওষুধের খরচ ও অন্যান্য নিয়মিত খরচ বাদ দিয়ে যাকাত হিসাব করবেন। কেননা এগুলো আপনার নিত্য প্রয়োজনীয়। তবে যদি আপনি মাসের প্রথম দিকে হিসাব করেন, তাহলে বাদ দিতে পারবেন না। বরং সম্পূর্ণ মালের হিসাব করবেন। হ্যা, আপনি যদি পূর্ব থেকেই বাদ দিয়ে দেন তথা খরচ করে ফেলেন, তাহলে আর বাদ দিতে হবে। কেননা এগুলো খরচ হয়েই গিয়েছে।
(চ)কুরবানিতে অন্য কোনো নিয়ত করা যাবে না।
(ছ) উত্তর দেয়া হয়েছে।
(জ)তাবলীগের মারাত্বক কোনো ঈমান বিধ্বংসী কিছু আমাদের নজরে পড়েনি।আপনার নজরে থাকলে আমাদের হুবহু তা বলতে পারেন। আমরা দেখবো।
(ঝ)২লাখ ৯৫ হাজার টাকার যাকাত এবার দিবেন।