একথা বলার পরে যদি বাবা মা বুঝিয়ে তখনি বা কিছুক্ষন এর মধ্যেই মিল মিশ করে দেয় আর তারাও মিলে যায় তাহলেও কি তালাক পতিত হবে? তালাক দিলাম বলে নি বলেছে আমি ওর সাথে থাকব না। * আর এমন কথা একদিন বাবা মা কে বলেছে আর অন্য একদিন শাশুরী কে বলেছে তবে ২ বারই তারা কিছুক্ষন এর মধ্যেই মিলমিশ করে দিয়েছে . আর ১ তালাক বা ২ তালাক এমন কোন নিয়েত করে নি ।রাগ করে অভিমান করে বলেছে,একথা দারা তালাক হতে পারে তারা জানেও না। আর কিছুক্ষনের মধ্যেই আবার সব হাসিখুশি মিলে গেছে। আর অন্য এক দিন বউকে রেগে গিয়ে বলেছে যে, তোর সাথে থাকা যাই না, আমি সিওর তোর সাথে আমি আর থাকব না , আমি কালকেই তোকে ডিভৌস দিব , তোর বাবা কে বলবি আমাকে ফোন দিতে আমি তাকে বলব । আমি সকালে যখন তাদের সাথে কথা বললাম তারা ২ জনকে বুঝিয়ে সব মিটে গেল । আমরা ২ জনই আল্লাহর কাছে খুব অনুতপ্ত হয়েছি আর না বুঝে এমন করব না বলে তওবা করেছি। এখন আমাদের কি বিবাহ বহাল আছে ?! আমাদের এই কথা গুলা বলা হয়ে গেছে তবে আমরা সাথে সাথেই মিলমিশ করে ফেলেছি অভিমান ভুলে গেছি । দয়া করে জানাবেন, আল্লাহ আমাদের একসাথে থাকার কোন পথ খোলা রেখেছেন কিনা। আমরা খুব ভালবাসি একে অপরেকে।