আসসালামু আলাইকুম,
আমরা কয়েকজন তরূণ মিলে গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটা নন প্রফিটেবল চ্যারিটু স্কুল চালায়। যেখানে প্লে, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেনীর শিশুরা পড়ে।
স্কুলের নতুন বিল্ডিং করা হয়েছে। ইতোমধ্যে কিছু শিক্ষার্থী কোরআন শরিফ পড়তে শিখেছে৷ তাই, স্কুলের উদ্ভোদন, কোরআন যারা শিখেছে তাদের কোরআন শরিফ উপহার দেয়া, কিছু ইসলামিক আলোচনার আয়োজন করা হবে।
অনুষ্ঠানের শেষে কি জিলাপি বা খাবার বিতরণ করা যাবে? সেক্ষেত্রে ট্রেডিশনা মিলাদের সাথে মিলে যাবার সুযোগ আছে কি? কিভাবে করলে আমাদের জন্য এই কাজগুলো সুষ্ঠুভাবে করা সম্ভব।
জাজাকাল্লাহ