ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/9971/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
যে ব্যক্তি সর্বপ্রথম
কোনো জিনিষ আবিস্কার করেছে,তার আবিস্কৃত জিনিষ অস্তিত্বমান
বস্তু হোক বা অস্তিত্বহীন, নিঃসন্দেহে সেইব্যক্তি
অন্যের তুলনায় তা থেকে উপকৃত হওয়ার,
প্রস্তুত করার এবং মুনাফা
অর্জনের উদ্দেশ্যে বাজারজাত করার বেশী অধিকারী।
কেননা, আবু দাউদ শরীফে হযরত আসমুর ইবনে মুদরাস (রা.) থেকে একটি হাদীসে
বর্ণিত হয়েছে যে, 'আমি নবী আকরাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হয়ে তার হাতে বাইআত গ্রহণ করি।এ সময় নবী আকরাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,' যে ব্যক্তি ওই বস্তুর
দিতে অগ্রসর হল, যে বস্তুর দিকে কোনো মুসলমান অগ্রসর
হয় নাই,তাহলে ওই বস্তু ওই ব্যক্তির।(যে ওই দিকে প্রথম অগ্রসর হয়েছে।)আবু-দাউদ:৪/২৬৪
হাদীস নং২৯৪৭)
কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত
তাহার পিডিএফ ছাপিয়ে বিক্রয় করা জায়েজ নেই।
এটা কর্তৃপক্ষের সাথে
ধোঁকা দেওয়ার শামিল। শরীয়তের বিধান হলো কাউকে কোনোভাবেই ধোকা দেওয়া জায়েজ নেই।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ
থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়,
সে আমার উম্মতের অন্তর্ভূক্ত
নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা,
হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম,
হাদীস নং-১৬৪, সুনানে দারেমী,
হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ,
হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى
شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ
থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ,
হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী,
হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান,
হাদীস নং-৪০৩৯}
আরো জানুনঃ https://www.ifatwa.info/7950/
সু-প্রিয় পাঠকবর্গ
ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাধারণত কোন পাবলিকেশনের
জন্য লেখকের অনুমতি ছাড়া বা তার সাথে কোন চুক্তি করা ছাড়াই তার বই ছাপানো জায়েজ নেই। এবং যদি
বিকল্প উপায় থাকে তাহলে জেনেশুনে এমন পাবলিকেশন থেকে এজাতীয় বই ক্রয় করা থেকেও দূরে থাকা উচিত।
তবে আমাদের জানামতে মাকতাবাতুল আযহার বাংলাদেশের প্রসিদ্ধ ও প্রথম সারির মাকতাবা গুলোর
মধ্য থেকে অন্যতম একটি । তারা কর্তৃপক্ষের
অনুমতি ছাড়া এজাতীয় কাজ না করারই কথা। সুতরাং
আপনার নিকট সবিনয় অনুরোধ থাকবে যে, আপনি মাকতাবা কর্তৃপক্ষের সাথে কথা বলে
উক্ত বই সম্পর্কে এবং তাদের কর্মপন্থা সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করবেন। অন্যথায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে
নিশ্চিত ভাবে না জেনে মন্দ ধারণা করা মোটেও উচিত হবে না।