শায়েখ আসসালামুয়ালাইকুম, দু:খিত আবারো প্রশ্ন করায়! আমি ইত:মধ্যেও ২/৩ বার প্রশ্ন করে উত্তর পেয়েছি!
আমার স্ত্রী আহলে হাদিস পারিবারিক ভাবেই!
আমি নিজেকে হানাফি বলে থাকি তবে কট্টর হানাফি নয়,অর্থাৎ কুরআন সুন্নাহ আলোকে যেটি বেশি শক্তিশালী মনে হয় ও নিরাপদ সেটিই মানার চেষ্ঠা করি! আগে সালাফি আলেমদের দারা বেশি প্রভাবিত হলেও(যেমন:ড.জাকির নায়েক,শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও এক আহলে হাদিস বন্ধু দারা) পরে মধ্যম পন্থার আলেমদের দারা বেশি প্রভাবিত হয় যেমন:(শায়েখ ড.জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ,শায়েখ আহমাদুল্লাহ)তবে কেউ মাযহাব বিষয়ক জ্ঞান উক্ত শায়েখ দারা হওয়ার পর কেউ যদি আমায় জিজ্ঞেস করতো আমি কোন মাযহাব মানি তবে নিজেকে হানাফি মাযহাব এর বলে থাকতাম কেননা ইমাম আবু হানিফা বলেছেন, যহি হাদিস পাও তবে সেটাই আমার মাযহাব,ও আমার কথার বিপরিতে যদি রাসুল(সা:) হাদিস পাও তবে তোমরা আমার কথাকে দেওয়ালে ছুড়ে মারো,,,এই দৃষ্টিকোন থেকে নিজেকে হানাফি বলি,কেননা আমরা প্রত্যকে কারোনা কারো মত বা মাযহাব মানি, যদিও(আমি নাভীর উপরে হাত বাধি,জামাতেও সুরা ফাতেহা পাঠ করি,রফলইয়াফাইন করি, নারী ও পুরুষ সালাত একই এটাই বেশি শক্তিশালী ও সঠিক মনে করি)
বিবাহের প্রয়জন দেখা দিলে, মেয়ে কে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সে বলে অভিভাবক অনুমতি ছাড়া বিবাহ হয়না,তবে সেটা আমিও জানতাম! কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যায়, আর আমার পরিবার যেহেতু হানাফি মাযহাব আলোকেই আমল করেন স্থানীয় আলেম বা মসজিদের ইমাম যে সালাত আদায় করে বা পরামর্শ দেয়, তো আমিও নিজেকে তখন আমি হানাফি মনে করে বিবাহের কিছু দিন পূর্বে এভাবেই মনস্থীর করি,যেহেতু নিজেকে আহলে হাদিস বা সালাফি ও বলতাম না!
আমি তাকে বলি বিবাহ হয়ে যায়, শক্ত বিশ্বাস ছিল যে বিবাহ ই শুদ্ধ হয়না,তবে ওলির অনুমতি ছাড়াও বিবাহ হয় এমন এক পোস্ট পরি লুৎফর রহমান ফরায়েজী হুজুরের সেখানে তিনি কিছু দলিল এনে ব্যাখা করেন! পরে আমারো মনে হয় বিবাহ হয়ে যাবে ইং শা আল্লাহ! আর বিবাহ পূর্বে দু'আ করেছিলাম যেন আল্লাহ বিবাহ কবুল করে নেন! যদিও বিবাহ পরে দু-এক সময় মনে প্রশ্ন জেগেছিল যে আদৌ আমাদের বিবাহ হয়েছে কিনা!!( অভাব অনটনে পড়াই)
স্ত্রী সহিত কিছুদিন হারাম সম্পর্ক গ্যাপ রাখি, আরিফ আজাত ভাই এর বই পরে ইসলামিক মাইন্ড ও তৈরী হয়েছিল!এবং আমি তাকে আমাকে বিয়ের জন্য প্রভাবিত করি এবং বলি আমরা হালাল হয়ে যাবো, আর পরবর্তীতে বিবাহ পারিবারিক ভাবেই করবোই,এই বিবাহ কথা দুই পরিবার কে কোনদিন জানাবোনা! সেও বিয়েতে রাজি হয়!
পরে কাজী অফিসে গিয়ে বিবাহ করি!
কিন্তু বিবাহ পরবর্তী সময়ে, তালাক বিষয়ে অজ্ঞতার কারণে মৌখিক ও শর্ত তালাকের মাধ্যমে ৩ তালাক হয়ে যায়!!যদিও আমার আগের ব্যাখায় এই অনলাইন ফতোয়া বোর্ড হতে উত্তর পাই বিবাহ ও তালাক হয়ে গেছে!
তবে এখনো সন্দেহ হয় যে বিয়েটা আসলে হয়েছিল কিনা কিংবা তাকে বিবাহ করতে পারবো কিনা হিল্লাহ ছাড়াই ইত্যাদি,আবার সালাফি হজুরের কাছে ফতোয়া নিয়ে জানি যে, বিবাহ ও হয়নি তাই তালাক ও হয়নি! এই মিলে চরম সিদ্ধান্তহীনতায় ভুগছি!!আমি কি আসলেই হানাফি ছিলাম কিনা আবার সালাফি বা আহলে হাদিস ও কিনা ইত্যাদি! কোনদিকে যাবো,পরকাল আবার হারাতেও চাইনা,ভয় ও হয়, সন্দেহ ও জাগে এমতঅবস্হাহায় যদি পারিবারিক ভাবে বিবাহ করে নেই তবে কি আল্লাহ কাছে হারাম ই থাকবো কিনা ইত্যাদি!!
আমার প্রশ্ন হলো শায়েখ,
১) এই অবস্থায় আমার করণিয় কি?
২) যদি বিবাহ ও তালাক হয়েই যায়! তবে আমি এই স্ত্রী কে অন্য জায়গায় বিবাহ দিলাম এবং পরে সহবাস শেষে তালাক নিলো তারপর উক্ত স্ত্রী কে ইদ্দত শেষে আমি পুনরায় বিবাহ মাধ্যমে আমার জন্য হালাল হবে কিনা?
বি:দ্র: সে আমাকে প্রচন্ড ভালবাসে,আর আমিও তাকে প্রচন্ড ভালবাসি,আমাদের তালাক বিষয়ক অজ্ঞতার কারণে ৩ তালাক হয়! সে যেহেতু আহলে হাদিস তাই তার দৃঢ় বিশ্বাস আমরা পারিবারিক ভাবে বিবাহ মাধ্যমে আল্লাহ কাছে হালাল হবো,আর এটা আমিও বিশ্বাস করতেছি,তবে আবার আমার মনের মধ্যে সন্দেহ, সংশয় ও কাজ করতেছে যে আল্লাহ কাছে যদি হালাল না হয় তবে পরকালে কি হবে আমার ইত্যাদি!ক্রমগত যেনা ই যদি হয় তবে যদি কুফরি হয় বা আল্লাহ না মাফ করেন ইত্যাদি,এতে যদি মতের সুবিধা নেওয়া হয় ইত্যাদি!
শায়েখ ড. জাহাঙ্গীর হজুরের আস সুন্নাহ ট্রাস্ট পেইজে প্রশ্নের উত্তরে দেখি, হিল্লাহ বিবাহ হারাম,ও যে করাই ও করে তারা অভিশপ্ত! ইসলামে এর ভিত্তি নেই,যারা করাই তারা না জেনেই বা বুঝে করাই!
আবার, শায়েখ আহমাদুল্লাহ এক ইউটিউব ভিডিওতে প্রশ্ন, হিল্লাহ বিবাহ হারাম,কেউ যদি হিল্লাহ বিবাহ করেই ফেলে তবে কি আগের স্বামীর জন্য হালাল হবে?উত্তরে দেখি তিনি বলেন,কেউ যদি হিল্লাহ বিবাহ করেই ফেলে তবে উক্ত স্ত্রী আগের স্বামীর জন্য হালাল হবে এ কথা ঠিক কিন্তু কাজটা অত্যন্ত গ্রহীত জঘন্য ও নিন্দনীয়!
আমি এই অবস্থায় কি করবো? আশে পাশে কোন কওমি বা সালাফি অন্য কোন ফতোয়া বোর্ড নেই আমার জানামতে!
দয়া করে, আমার উক্ত পুরো প্রশ্ন পরে আমার এই প্রশ্নের উত্তর দিয়েন,এটাই লাস্ট এই বিষয়ক লাস্ট প্রশ্ন আপনাদের ফতোয়া বোর্ডে ইং শা আল্লাহ!
আমাকে উক্ত দুটি প্র্শ্নের উত্তর দিয়েন প্লিজ!প্লিজ!প্লিজ!
এবং আমার জন্য দু'আ করিয়েন আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করেন ও সঠিক সিদ্ধান্ত নিয়ে সাহায্য করেন! আমিন!