আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমি ২২৮ ব্যাচের শিক্ষার্থী এবং ৩য় বর্ষের মেডিকেল ছাত্র।আলহামদুলিল্লাহ মূলধারার ইসলাম চর্চা করার চেষ্টা করি, আমার একজন ব্যাচমেট এর সাথে আমার বিবাহ ঠিক হয়েছিলো, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক ছিল,মেয়েও মাশাল্লাহ খুবই দ্বীনদার,কুফু ঠিক ছিল,দুই পরিবারই তাবলীগওয়ালা ছিল,দুই পরিবার আলহামদুলিল্লাহ হ্যাপিও ছিল এই বিয়েতে।২৬ মে বিয়ের ডেট ফিক্সড হয়,সবকিছুর প্রস্তুতি চলছিলো, অগত্যা ২৩ মে দুপুরে পাত্রীপক্ষ প্রহসনমূলকভাবে দূরে সড়ে যায়,প্রথমে সেরকম লজিক কিছু দেখায় নি, কিন্তু পরবর্তীতে লজিক স্পষ্ট করে যে সেক্যুলার মাইন্ডের আত্মীয়রা বিরোধিতা করেছিলো যেহেতু আমি এখনো ছাত্রই এবং পাত্রীর ইস্তেখারা রেজাল্ট নেগেটিভ ছিল বোধ হয়! পরবর্তীতে বিয়েটা ভেঙে যায়, আমি এবং আমার পরিবার সামাজিকভাবে অনেক অপদস্ত হই,,আমরা ক্লাসমেট হওয়াতে আমার কষ্ট এবং ফিতনা দুটোই হতো।অনেক খারাপ দিন পার করি।বিয়ে ভাঙার মাসেক পর মেয়ের বাড়ি থেকে আবার বিয়ে গড়তে চাচ্ছিলো,কিন্তু আব্বা চাচারা রাগে না করে দেয়।অল্প কিছুদিন আগের ঘটনা, আমি দুপুরে খানা খেয়ে ঘুমানোর পর অদ্ভুত এক স্বপ্ন লেখলাম, স্বপ্নে দেখলাম সে মেয়েটির সাথে আমার আবার বিয়ে হয়েছে এবং আমাদের একটা ছেলে বাবু হয়েছে। স্বপ্নটি খুবই রিয়েলিস্টিক লাগে ঘুমের মধ্যেই, মনে হয় এটা যেন স্বপ্ন ই ছিল না, বাস্তব ছিল।এখন বুঝতে পারছি না এটা কি কোনো ইঙ্গিত ছিল কিনা,আমার কি আবার বিয়েটা পুনর্গঠনের চেষ্টা করে দেখা উচিত শায়েখ?
বিয়েটা ভেঙে যাওয়ার পর আমি প্রচুর ফিতনায় পরে যাচ্ছি,বিয়েটা জরুরী হয়ে গেছে আমার জন্য। এমতাবস্থায় আমি কি পূর্বের বিয়ে পুর্নগঠনের চেষ্টা করবো? আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন শায়েখ।

1 Answer

0 votes
by (678,880 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/7321/  নং ফাতাওয়াতে উল্লেখ রয়েছেঃ-

যদি স্বপ্নে কেউ বিয়ে করতে দেখেতার দ্বারা আসন্ন বিবাহ বুঝায়। স্বপ্নের সময় যদি বিয়ের পরিকল্পনা না থাকে তাহলে হয়তো যার যঙ্গে বিয়ে হতে দেখেছে তারা বিয়ের প্রস্তাব দিতে পারে।

 

নিম্নোক্ত ঘটনাটি ইহা নির্দেশ করে:

হয়রত আয়েশা (রাঃ) বলেছেনরাসূল (সাঃ) ইরশাদ করেন, (স্বপ্নে) তোমাকে আমার নিকট দুবার দেখানো হয়েছে তোমাকে আমি বিয়ে করার পূর্বেই। আমি দেখলাম একজন ফেরেশতা কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছেআমি তাকে বললাম: তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম ইহা তুমি। আমি নিজে নিজে বললাম: যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই হবে। অতঃপরতোমাকে পুনরায় দেখানো হলো।

 

পরবর্তীতে আমি একই ফেরেশতাকে স্বপ্নে দেখলাম কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছেন এবং তাকে বললাম তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম পুনরায় ইহা তুমিই। আমি নিজে নিজে বললাম: যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই ইহা ঘটবে।

حَدَّثَنَا مُعَلًّى حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا أُرِيْتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ أَرَى أَنَّكِ فِيْ سَرَقَةٍ مِنْ حَرِيْرٍ وَيَقُوْلُ هَذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُ فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُوْلُ إِنْ يَكُ هَذَا مِنْ عِنْدِ اللهِ يُمْضِهِ

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যেনাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেনদুবার তোমাকে আমায় স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলামতুমি একটি রেশমী কাপড়ে আবৃতা এবং আমাকে বলছে ইনি আপনার স্ত্রীআমি তার ঘোমটা সরিয়ে দেখলামসে মহিলা তুমিই। তখন আমি ভাবছিলামযদি তা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকেতবে তিনি তা বাস্তবায়িত করবেন। (বুখারী শরীফ ৫০৭৮৫১২৫৭০১১৭০১২মুসলিম ৪৪/১৩হাঃ নং ২৪৩৮আহমাদ ২৪১৯৭ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৬১৩)

 

আরো জানুনঃ 

https://ifatwa.info/4733/


★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
উল্লেখিত স্বপ্নের বিবরণ মতে সেই মেয়েটির সাথে আপনার বিবাহ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, আপনার বিবাহ আসন্ন,ইনশাআল্লাহ। 

তবে তার সাথে বিবাহ হবেই,এমনটি নিশ্চয়তার সাথে বলা যাবেনা।

আপনার প্রতি পরামর্শ থাকবে, তার ব্যপারে ইস্তেখারা করতে।
যদি ইস্তেখারার ফল পজিটিভ আসে,সেক্ষেত্রে তার সাথে বিয়ের বিষয়ে এগোতে পারেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...