আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমি ২২৮ ব্যাচের শিক্ষার্থী এবং ৩য় বর্ষের মেডিকেল ছাত্র।আলহামদুলিল্লাহ মূলধারার ইসলাম চর্চা করার চেষ্টা করি, আমার একজন ব্যাচমেট এর সাথে আমার বিবাহ ঠিক হয়েছিলো, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক ছিল,মেয়েও মাশাল্লাহ খুবই দ্বীনদার,কুফু ঠিক ছিল,দুই পরিবারই তাবলীগওয়ালা ছিল,দুই পরিবার আলহামদুলিল্লাহ হ্যাপিও ছিল এই বিয়েতে।২৬ মে বিয়ের ডেট ফিক্সড হয়,সবকিছুর প্রস্তুতি চলছিলো, অগত্যা ২৩ মে দুপুরে পাত্রীপক্ষ প্রহসনমূলকভাবে দূরে সড়ে যায়,প্রথমে সেরকম লজিক কিছু দেখায় নি, কিন্তু পরবর্তীতে লজিক স্পষ্ট করে যে সেক্যুলার মাইন্ডের আত্মীয়রা বিরোধিতা করেছিলো যেহেতু আমি এখনো ছাত্রই এবং পাত্রীর ইস্তেখারা রেজাল্ট নেগেটিভ ছিল বোধ হয়! পরবর্তীতে বিয়েটা ভেঙে যায়, আমি এবং আমার পরিবার সামাজিকভাবে অনেক অপদস্ত হই,,আমরা ক্লাসমেট হওয়াতে আমার কষ্ট এবং ফিতনা দুটোই হতো।অনেক খারাপ দিন পার করি।বিয়ে ভাঙার মাসেক পর মেয়ের বাড়ি থেকে আবার বিয়ে গড়তে চাচ্ছিলো,কিন্তু আব্বা চাচারা রাগে না করে দেয়।অল্প কিছুদিন আগের ঘটনা, আমি দুপুরে খানা খেয়ে ঘুমানোর পর অদ্ভুত এক স্বপ্ন লেখলাম, স্বপ্নে দেখলাম সে মেয়েটির সাথে আমার আবার বিয়ে হয়েছে এবং আমাদের একটা ছেলে বাবু হয়েছে। স্বপ্নটি খুবই রিয়েলিস্টিক লাগে ঘুমের মধ্যেই, মনে হয় এটা যেন স্বপ্ন ই ছিল না, বাস্তব ছিল।এখন বুঝতে পারছি না এটা কি কোনো ইঙ্গিত ছিল কিনা,আমার কি আবার বিয়েটা পুনর্গঠনের চেষ্টা করে দেখা উচিত শায়েখ?
বিয়েটা ভেঙে যাওয়ার পর আমি প্রচুর ফিতনায় পরে যাচ্ছি,বিয়েটা জরুরী হয়ে গেছে আমার জন্য। এমতাবস্থায় আমি কি পূর্বের বিয়ে পুর্নগঠনের চেষ্টা করবো? আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন শায়েখ।