১.অনেকে লাইক কমেন্টের জন্য মিথ্যা পোস্ট করে, তো একজন পোস্ট করলো মেসি মুসলিম হয়েছে। এদের এই ধরনের কাজকে কটাক্ষ করে একজন পোস্ট টি শেয়ার করে লিখল, সহিহ আবাল কাহিনি, দেখা মাত্র শেয়ার করে লাইক কমেন্ট হাসিল করুন। (যতোটুক মনে হচ্ছে সে হয়তো আবাল কাহিনি, শব্দটা কিছু নাস্তিকদের থেকে শিখেছে যারা হাদিসকে এসব বলে সম্ভোধন করতো, তবে যে শেয়ার করেছে তার কেরআন হাদীসকে ছোট করার নিয়ত ছিলো না)
২. বিবাহিত কেও যদি ফেসবুকে তার রিলেশনশিপ স্টেটাস, সিঙ্গেল লিখে রাখে৷ বা আগের লিখা থাকলেও তা বদলিয়ে বিবাহিত না লিখে ম্যারেড ই রাখে, তবে কি তাদের বিবাহে সমস্যা হবে? আমি অনেক দিন পর খেয়াল করলাম আমার ফেসবুকে সিংগেল লেখা,এটা থাকলে কি সমস্যা?
৩. আমার বউ এর ফেসবুকেও এটা রয়ে গেছে তাকে এটা বদলাতে বলা কি ফরজ? না কি থাকলেও বড় সমস্যা না