ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ
عَنْ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعْوَةُ ذِي النُّونِ إِذْ دَعَا وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ . فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِي شَيْءٍ قَطُّ إِلاَّ اسْتَجَابَ اللَّهُ لَهُ "
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যুননুন (মাছ ওয়ালা) ইউনুস (আঃ) মাছের পেটে দু’আ করেছিলেনঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন। কোন মুসলিম যখনই এই দু’আ করে, আল্লাহ্ অবশ্যই তার দু’আ কবুল করে থাকেন।সুনানু তিরমিযি-৩৫০৫, আল কালিমুত তাইয়্যিব ১২২/৭৯, তা’লীকুর রাগীব ২/২৭৫, ৩/৪৩, মিশকাত)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অসুস্থ ব্যক্তির পরিবার বেশী বেশী করে আল্লাহর ইবাদত করবেন। ফরয ইবাদতের পাশাপাশি তারা নফল ইবাদতও করবেন।
(২) "লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ্জ্বলিমীন "
এই দু'আ পড়লে আল্লাহ যে কোনো উদ্দেশ্যকে কবুল করে নিতে পারেন।তবে নির্দিষ্ট কতবার পড়তে হবে? এমনটা কুরআন হাদীসের কোথাও আসেনি।
(৩) সংবাদ শ্রবণ না করে বরং পত্রিকা পড়েই বর্তমান হাল হাকিকতের খবর রাখতে হবে। পড়ে সংবাদ জানার উপায় থাকলে,মিউজিক সহ খবর শোনার কখনো উচিৎ হবে না ।কেননা বিকল্প গোনাহমুক্ত ব্যবস্থা রয়েছে।