১.আমি খুবই ওয়াসওয়াসা গ্রস্ত রুগী। কিছু ক্ষন আগে একটা প্রশ্নে দেখলাম , কাবা শরীফ, মসজিদ, কোনো মুজাহিদ, কোরআন শরীফ ইত্যাদি কে খারাপ জায়গাতে কল্পনা করলে ঈমান চলে যায়। হুজুর আমার এটা দেখার পর শুধু খারাপ খারাপ ভাবনা চলে আসছে, বাথরুম এ গিয়ে খারাপ ভাবনা চলে আসছে , আমি না চাইতেও চলে আসছে, স্ত্রী র সঙ্গে সহবাস করার সময় মনে হয়ে যাচ্ছে আস্তাগিরুল্লাহ । আবার আমার ভাবনা হয়েও যাচ্ছে । আল্লাহ কসম হুজুর এইরকম ভাবনা হয়ে যাচ্ছে , আর আমি সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়ছি। হুজুর আল্লাহ কসম আমি সব সময় অন্যমনস্ক হওয়ার চেষ্টা করছি , খুবই চেষ্টা করছি কিন্তু মাঝে মাঝে মনে হয়ে যাচ্ছে। সারাদিন সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ছি , তওবা করছি। আমি আমার দিক থেকে খুব চেষ্টা করছি, সারাদিন তওবা আস্তাগিরুল্লাহ পড়ছি।
ওয়াসওয়াসা আমার এই রকম যতই মনে হোক আমি সঙ্গে সঙ্গে যদি আস্তাগিরুল্লাহ পড়ি তাহলে আমার ঈমান ঠিক থাকবে তো?
১.১ আগে এই বিষয় টা জানতাম না , তখন হয়ত ভুল করে কখনো কখনো বাথরুম এ গিয়ে কোনো কিছু মনে হয়েছে, কিন্তু আল্লাহ কসম আমি তখন এই বিষয় টা জানতাম না । না জেনে যদি ভুল বশত আগে ভুল হয়ে গিয়েছে। আল্লাহ কসম না জেনে ভুল হয়েছে । জানার পর সব সময় চেষ্টা করছি অন্য মনষ্ক থাকার। হুজুর না জেনে যদি ভুল হয়ে গিয়ে থাকে এর জন্য কি ঈমান চলে যাবে? আল্লাহ কসম না জেনে যদি ভুল হয় ঈমান চলে যাবে না তো?
২. মিজানুর রহমান আজাহারি একটা বক্তব্যে বলছিলো, আমার প্রিয় নবী সাঃ কখনো স্ত্রীর গায়ে হাত তুলেনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে নবী সাঃ খাদিজা রা: এর কথা বলত , তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই কথা শুনতে চাইতেন না বা নবী সাঃ কে বলতে নিষেধ করতেন। তখন আমর প্রিয় নবী সাঃ বলতেন খাদিজা রা: নবী সাঃ এর খুব কষ্টের দিনের সঙ্গী ছিল। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা র মুখে হাত দিয়ে ছিলেন, মানে মুখ টিপে ধরেছিলেন (টুটি ) টিপে ধরেছিলেন , সে যেনো আর এমন কথা না বলে।
ভিডিওর র লিংক টা পাচ্ছিনা , নাহলে লিংক টা দিতাম। হুজুর এই ঘটনা টা আমি আমার স্ত্রী কে শোনাই। হুজুর আমি খুবই ওয়াসওয়াসা রুগী হুজুর মাঝে মাঝে নবী সাঃ এর বিয়ে নীয়ে মাথায় খারাপ চিন্তা আসে । ভাবনা আসলে আমি সঙ্গে সঙ্গে অন্য মনস্ক হয়ে যায়। আর বলি আমার প্রিয় নবী সাঃ যা করেছেন সব ঠিক করেছেন। আর তৌবা করি। শয়তানের ওয়াসওয়াসা এর জন্য এইসব মনে হয় । কোনো খারাপ ভাবনা আসলে আমি মুখে উচ্চরণ করিনি কখনো। আমার স্ত্রী কে জিজ্ঞাসা করি আমার এমন মনে হচ্ছে এর জন্য কি ঈমান চলে যাবে স্ত্রী বলে না। তখন আমি একটু সস্তি পাই। এর জন্য কি ঈমানের কোনো ক্ষতি হবে?
আমার ঈমান ঠিক আছে তো , ঈমান চলে গেলে শেষ হয়ে যাবো । হুজুর আমার ঈমান ঠিক আছে তো?
3. ভাই বোন এ হুরমত হয় ??