আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
162 views
in সালাত(Prayer) by (49 points)
১.মুসাফির ব্যক্তি যদি জামাতে দেরি করে শামিল হয় তাহলে কি ইমাম সালাম ফেরানোর পর সে সালাত পূর্ন করবে? যেমনঃআমি মুসাফির অবস্থায় ১/২ রাকাত সালাত জামাতে পেলাম আর বাকি ২/৩ রাকাত সালাত ইমামের সালাম ফেরানোর পর পূর্ন করবো কি?

২.মুসাফির অবস্থায় বিতর সালাত কিভাবে পড়তে হবে?নাকি না পড়লেও চলবে?

৩.বিতর সালাতে দোয়া কুনুত না পড়লে কি সাহু সিজদা দিতে হবে?

1 Answer

0 votes
by (574,800 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো মুকিম যদি মুসাফিরের ইকতেদা করে,তাহলে মুসাফির কসর করবে,আর  মুকিম ইমামের সালাম ফিরানোর পর পুরো নামাজই পড়বে।

 হাদীস শরীফে এসেছে, ওমর রা. যখন মক্কায় এসে নামাযের ইমামতি করতেন তখন চার রাকাত বিশিষ্ট নামায দু’রাকাত পড়তেন এবং নামায শেষে বলতেন-
يَا أَهْلَ مَكّةَ أَتِمّوا صَلاَتَكُمْ، فَإِنّا قَوْمٌ سَفْرٌ.
‘আমরা মুসাফির (তাই নামায কসর করেছি) সুতরাং তোমরা যারা মক্কার অধিবাসী নামায পূর্ণ করে নাও।’ (মুআত্তা মালেক, বর্ণনা ৫০৪)

আর যদি মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছনে ইকতেদা করে,তাহলে চার রাকাত বিশিষ্ট নামাজ চার রাকাতই পড়া জরুরি হয়ে যায়। 

এক্ষেত্রে ইমামের পিছনে পুরো চার রাকাত না পেলেও মাসবুকের ন্যায় ছুটে যাওয়া রাকাতগুলো ইমামের সালামের পর আদায় করে নিতে হবে। নতুবা নামাজ হবে না।


جاء في الأصل ، 1/ 256 ، أرأيت مسافرا دخل في صلاة مقيم كم يصلى ؟ قال : يصلى صلاة مقيم  قلت وكذلك لو أدركه بعد ما تشهد قبل أن يسلم ؟ قال نعم ، قلت : وكذلك لو أدركه في سجدتى السهو ؟ قال نعم ، انتهى
যার সারমর্ম হলো সে মুকিমের ন্যায় নামাজ আদায় করবে। 

جاء في الهداية : 1/ 166 ، وإن إقتدى المسافر بالمقيم في الوقت أتم أربعا ، انتهى
যদি নামাজের ওয়াক্তের ভিতরেই মুসাফির ব্যাক্তি মুকিমের ইক্তেদা করে,তাহলে মুসাফির চার রাকাত পূর্ণ করিবে। 

(তাবয়িনুল হাকায়েক : ১ : ৫১৫; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১৪২)

মুসাফিরের জন্য চার রাকাত বিশিষ্ট ফরয নামাজ দুই রাকাত পড়ার হুকুম কেবল তখনই, যখন সে একাকী নামাজ পড়বে বা নিজে ইমামতি করবে কিংবা অন্য কোনো মুসাফির ইমামের পিছনে ইকতেদা করবে। মুকিম ইমামের পিছনে ইকতেদা করলে ইমামের অনুসরণে তার ওপরও চার রাকাত আদায় করা আবশ্যক হয়ে যায়।

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছরতে মুসাফিরকে নামাজ পুরো পড়তে হবে।  


(০২) বিতর সালাতের কোনো কসর নেই,তাই মুসাফিরের জন্য বিতর নামাজ ৩ রাকাতই পড়তে হবে।
যদি না পড়ে,তাহলে পরবর্তীতে কাযা আদায় করতে হবে।
এক্ষেত্রে সুন্নাত নামাজ না পড়ার সুযোগ আছে,তবে বিতর নামাজ পড়তেই হবে।
 
আরো জানুনঃ
,
(০৩) বিতর নামাজে দোয়ায়ে কুনুত  পড়া ওয়াজিব,ভুলক্রমে ছুটে গেলে  সেজদায়ে সাহু ওয়াজিব হবে। 
বিস্তারিত জানুনঃ
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে দোয়ায়ে কুনুত পড়তে হবে।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...