আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১,কোনো স্বামী যদি বলে 'তালাক হলে হোক' তাহলে কি তালাক হবে?
২, একবার স্ত্রীর কাছে একটা ফটো চাচ্ছিলো।অনেক জোরাজুরির পর দিচ্ছিল না।অনেক ক্ষন পর দেয়ার সময় স্বামী রাগ করে বলে, ' এখন কেন দিছস?যা তোকে ডিলিট দিব' তাই বলে ছবি ডিলিট দেয়।এখানে ডিলিট দেয়া অর্থ তোকে রাখবনা। এখানে তালাকের নিয়ত ছিল কিনা জানিনা।কখনো মনে হয় ছিল কখনো মনে হয়না।আসলে ব্যাপারটা এমন, যে মা যখন সন্তানকে কাছে ডাকে,সন্তান আসেনা।অনেক ক্ষন পর আসে।তখন মা সন্তানকে বলে,'এখন কেন আসছস? যা ভাগ'। এখানে যেমন যা ভাগ অর্থ একবারে বিচ্ছিন্নতা নয় বরং সাময়িক ধমক। ঠিক এমন ভাবে স্বামী সেই ডিলিট/না রাখার ব্যাপারে বপ্লেছে।খুব সম্ভবত এই নিয়তেই বলেছে।
3,স্ত্রী আমার কথার পাত্তা দিচ্ছিল না।আমি রাগ করে তালাকের নিয়তে বলেছি , 'তোর পাত্তার আশায় আমার বসে থাকা লাগবে নাকি?' স্ত্রী তার ভুল বুঝতে পেরে বলেছে, 'না'। এতে কি তালাক হবে?
4,আমার মাঝে মাঝে জামাতে নামাজ পড়ানোর দরকার পড়ে। নামাজে দাড়ালেই মনে হয়।আমার রুকু সিজদা গুলো ঠিকঠাক করতে হবে,তাড়াহুড়ো করা যাবেনা।যাতে মুক্তাদীর হক্ব ঠিক থাকে।কারণ তাদের হক্ব আছে আমার থেকে সুন্দর ও ভাল সালাত পাবার।আবার অনেক সময় খেয়াল আসে আমার তেলাওয়াতে ভুল হলে বা সঠিক তবে একটু অসুন্দর হলে মুক্তাদী কি না কি ভাব্বে।এজন্য অনেক সময় সুন্দর করার চেষ্টা করি।সালাতের মধ্যেই আমার দ্বারা অনাকাংখিত কিছু ঘটলে অনেক লজ্জা পাই হায় এখন ওরা কি ভাব্বে, অনেক সময় আয়াত রিপিট করি বেশি শুদ্ধ করার জন্য।এতেও ভয় লাগে কি না কি ভাবে।
এসব অনেক চিন্তা আসএ মাথায় কিন্তু এসব রিয়া হয় কিনা যার কারণে সালাত বাতিল হবে।অনেক চিন্তিত থাকি। আমাকে একটু সমাধান দিন এতে নামাজ বাতিল হবে কিনা।
5,,শেষ বৈঠকে মাথা ঝুকে রাখল্র নামাজ হবে কি?
6,কারো থেকে প্র‍্যাক্টিক্যাল খাতা আকিয়ে বা লিখে নেওয়া কি জায়েজ হবে?
৭ ফরজ গোসল শেষে রুমে এসে যদি দেখি কোথাও মরা চামড়া ছিল,(যা গোসলের আগে গায়ের সাথে লেগেছিল একটা ঘায়ের উপর।ক্ষতস্থান ঢেকে আছে) তা হাত দিয়ে তুলে ফেলেছি।এখন উন্মুক্ত স্থান কি নতুন করে ভেজাতে হবে? যেহেতু গুসল শেষ।