ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের আগে একটা ছেলেকে পছন্দ করতাম তাকে নিয়ে। তো আমার আম্মুকে একবার বলছিলাম ঐ ছেলেকে ফোন দিতে সে ফোন দেয় এবং সেও বলে যে কোন ইজাব কবুল হয় নাই। তার ব্যাক্তিগত একটা নিয়ে আম্মু বলে যে তুমি তাকে তালাক দাও/ তালাক দিছো।
এই কথোপকথন দ্বারা ঐ ছেলের সাথে আপনার বিয়েও হবে এবং তালাকও হবে না। যেহেতু বিয়েই হচ্ছে না, তাই তালাকের প্রশ্নই আসতে পারে না।
https://ifatwa.info/62128/ এই লিংকে ৪ নাম্বারে উপশাখায় বলা হয়েছে যে, বিয়েও হবে না এবং তালাকও হবে না। সংশোধন করা হয়েছে,আপনি গিয়ে দেখে আসতে পারেন।
https://ifatwa.info/61050/ এই লিংকের ৬ নং এবং ৭ নং প্রশ্নের উত্তর হল, বিয়েও হবে না, এবং তালাকও হবে না।