ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনার ফুফু আপনাকে বিয়ে দিবে অন্য কোথাও, এই মিথ্যা বলার কারণে আপনার বিয়েতে কোনো সমস্যা হবে না।
(২)
এদের সাথে সম্পর্ক না রাখলে কোনো গোনাহ হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/61503
(৩)
আব্বু আম্মু (শ্বশুর শাশুড়ি) চলে আসলে তাদের তিন বেলা মাছ খেতে দিবো হাফ হাফ মাছ দেয়া আমার পুষায় না এমন কথায় তালাক হওয়ার প্রশ্নই আসেনা।
(৪)
নির্দিষ্ট কিছু শব্দ ব্যতিত অন্য শব্দ দ্বারা বিয়ে হয় না।তাছাড়া বিয়ের জন্য সাক্ষীর প্রয়োজন রয়েছে। মিথ্যা স্বীকারোক্তি দ্বারা বিয়েও হবে না এবং তালাকও হবে না।
সুতরাং প্রশ্নের বিবরণ মতে বিয়ে হবে না।
(৫)
না, ঐ ছেলের সাথে আপনার বিয়ে হয় নাই।
(৬)
লি'আনও হবে না।
(৭)
ফেসবুকে ম্যারিড রিলেশনশিপ স্ট্যাটাসের কারণে বিয়ে হবে না। বিয়ে হওয়ার জন্য দুজন সাক্ষীর সামনে নির্দিষ্ট কিছু শব্দমালা দ্বারা ইজাব কবুল বলা শর্ত।