আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
105 views
in পবিত্রতা (Purity) by (23 points)
আসসালামুআলাইকুম, আপনারা বলেছিলেন প্রবাহমান পুকুর, নদীর পানিতে কাপড় একবার ধুয়ে নিংড়িয়ে নিলে হবে। তাই আমি আমার নাপাক বীর্য লাগার কাপড় সিড়িতে কচলানোর পর পুকুরের পানিতে একবার চুবিয়ে নিংড়িয়ে নিই। কিন্তু https://ifatwa.info/62004/ নং ফতওয়া তে আপনারা বলেছেন পানি পাউডার মিশ্রিত হওয়ার কারনে আমার পা পাক হয়নি, যদিওবা পাউডার মিশ্রিত পানি হয়। তাই নতুন করে পেরেশানিতে পড়লাম।

কারন আমি যখন নাপাক কাপড় পুকুরের পানিতে চুবাই, তখন কাপড় উঠানোর সময় পুকুরের ঐ অংশের পানি তথা চারপাশের পানি তো নাপাক পাউডার মিশ্রিত থাকে৷ তাহলে তো বলা যায় ঐ কাপড় নাপাক পানি থেকে উঠলো। এখন প্রশ্ন ★এভাবে কি ঐ কাপড় পরিষ্কার হয়না?????

নাপাক কাপড় তো একসাথে ভিজিয়ে এভাবে পুকুরের পানিতে ধুই। ঘরে ধুই না, তিনবার ধুতে ধুতে, চিবতে চিবতে হাতে ধরে যায়, হাপিয়ে যায়। সপ্তাহে একদিন, বা দুদিন সব কাপড় একসাথে এভাবে ধুই পুকুরে। কমেন্টে উত্তর পাই না বলে এখানে প্রশ্ন করেছি। প্রশ্ন বড় হওয়ার জন্য সরি। আমাকে মাপ করবেন।

জাযাকাল্লাহ খইরান।

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


https://ifatwa.info/23365/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ  
হযরত আবু-সাঈদ খুদরী রাযি থেকে বর্ণিত
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : " أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ"
রাসূলুল্লাহ সাঃ কে বুজা'আহ কুপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,আমরা কি বুজা'আহ কুপ থেকে অজু করবো?
বুজা'আহ এমন এক কুপ, যাতে হায়েযের কাপড়,কুকুরের গোশত এবং অপবিত্র ও ময়লা জিনিষ ফেলা হয়ে থাকে,রাসূলুল্লাহ সাঃ বললেন,(বেশী পরিমাণ হলে)পানি পবিত্র,তাকে কোনো জিনিষ অপবিত্র বানাতে পারে না।
(সুনানে আবি-দাউদ-৬৬,সুনানে তিরমিযি-৬৬, সুনানে নাসাঈ-৩২৬,সুনানে আহমদ-১১২৫৭)

হযরত আবু-উমামা বাহিলি রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:   إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ، إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ
ابن ماجه (521) ، والدارقطني (47) ، والبيهقي (1226) ، والطبراني في "الكبير" (7503)

রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় পানি পবিত্র, তাকে কোনো জিনিষই অপবিত্র বানাতে পারে না।তবে যদি স্বাদে,গন্ধে কিংবা রংয়ে কোনো পরিবর্তন নিয়ে আসে,তাহলে তা অপবিত্র হিসেবে গণ্য হবে।(সুনানে ইবনে মাজা-৫২১)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত পুকুর যদি চারদিকে দশ, দশ স্কয়ার বর্গহাত  হয়,তাহলে তাতে এভাবে নাপাক কাপড় ধৌত করলে,সেই পানিতে নাপাকির চিন্হ, গন্ধ/রং দেখা না গেলো  নাপাকি উক্ত স্থান থেকে অযু গোসল করা যাবে।
এতে হাপ পা নাপাক হবেনা।

তবে নাপাকির চিন্হ দেখা গেলে সেই পানি গায়ে লাগলে গা নাপাক হয়ে যাবে।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে নাপাক কাপড় ধোয়ার ফেনা পানির মধ্যে বিদ্যমান ছিলো।
যাহা পূর্বের প্রশ্নের বিবরণ অনুপাতে স্পষ্ট আকারে পানির মধ্যে সাদা দেখা গিয়েছিলো।

পানির মধ্যে এভাবে নাপাকি ধোয়া স্পষ্ট সাদা সাবানের কালার দেখা গেলে পুকুরের অন্য দিক হতে কাপড় ধোয়া লাগবে।
কাপড় পানিতে প্রবেশ করানোর পর ভালোভাবে কচলিয়ে ধোয়ার পর কাপড় উঠানোর সময় পুকুরের ঐ অংশের পানি তথা চারপাশের পানি নাপাক পাউডার মিশ্রিত থাকলেও উক্ত কাপড়কে পাক ধরা হবে। 

তবে এক্ষেত্রে শর্ত হলো পুকুরুটি বড় হতে হবে।
সর্বনিম্ন চারিদিকে দশ, দশ স্কয়ার বর্গহাত হতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 562 views
...