১. আমি ভাবতাম জ্বীন আছে, তবে ভুত বলতে কিছু নাই। আজকে একটা বিষয়ে খুজতে গিয়া দেখি যে, কোরআনে না কি ইফরীত বলতে যা বুঝানো হয়েছে তাই ভূত তবে এক ধরনের জ্বীন। ভুত বলতে কিছু নেই এমন সরাসরি আমি কখনো কিছু বলেছি বলে মনে হয় না। আমি এখন বুঝতে পেরেছি যে ভূত ও আছে যা মূলত বিশেষ ধরনের জ্বীন ই। আমার আগের মনোভাবরে জন্য কি কুফর হবে?
২. আমি বিভিন্ন বাসায় একটা ভৌতিক ঘটনা সম্পর্কে আমি লিখি যে, "এই ধরনের ঘটনা অযৌক্তিক "। আমি লেখার পর খেয়াল করলাম এটাকি ইসলামের বিপক্ষে গেলো কি না, তার পরে এডিট করে লিখে দেই" এটা বিজ্ঞানের কাছে অযৌক্তিক " এজন্য কি কুফর হবে?
৩. মানুষ মরার পর বিভিন্ন জায়গায় বলে যে আত্মা ঘুরাফরা করে, সুইসাইড করলে সেই আত্মা সেখানে থাকে, এই সব কথা কি ইসলাম সমর্থন করে? এই বিষয়ে কি আকিদা রাখবো। আমি ভাবতাম এইগুলো কিছু নাই,এর জন্য কি কুফর হবে এখন আপনি যে তথ্য দেবেন তাই মেনে নিবো?
৪ কাওকে হারাম কাজ করতে দেখলে কেও যদি তাকে ঠিক আছে বলে তবে কি কুফর হবে?