1. রাস্তায় চলার সময় হঠাৎ ক্ষুদ্র একটি পোকা আমার গলাতে আটকে যায়। আমি কাশি দেয়ার পরও বের হয়েছিল না। পরে আমি নামাজের জন্য অজু করি তখনও বের হয়েছিল না। নামাজের পরে বাড়ি আসার পর বের হয়েছিল। এর জন্য কি অজু হয়েছিল? নাকি অজু হয় নি?
2. কুরআন শরীফকে উল্টো করে রেখে দিলে কি অসন্মান করা হয়? অর্থাৎ ডান দিক নিচের দিকে রেখে দিলে অথবা লম্বা ভাবে উল্টো করে রাখলে?
3. কেউ আমাকে বাজার থেকে কোনো জিনিস আনতে দিল, তাকে আমি জিনিসটি এনে দিলাম। কিন্তু জিনিসটি পেয়ে সে পরিপূর্ণ ভাবে সন্তুষ্ট না। এর থেকেও ভালো হতে পারতো এমন ধরনের কিছু একটা ভাব। পরে সে সেই জিনিসটির খারাপ দিক উল্লেখ করলো, কিন্তু আমাকে জিনিসটি পরিবর্তন করে আনতে বললো না। সে সেই জিনিসটিই ব্যবহার করলো। এতে কি তার হক নষ্ট করা হয়েছে? আমি জিনিসটি পরখ করে দেখিনি কৌটাজাত করা ছিল তাই, বাইরে থেকে ঠিকঠাকই মনে হচ্ছিল। আর আমি ওই জিনিসটি কিনতেও অভ্যস্ত নয়। শুধু সে কিনতে বলেছে তাই কিনে দিয়েছি।
4. আমি একটি দোকানে গেলাম, সেখান থেকে একটি চিপস এর প্যাকেট ছেড়ার সময় সেই প্যাকেটের উপরের প্যাকেটের সামান্য কিছু অংশ ছিড়ে গেলো, কিন্তু উপরের প্যাকেট থেকে বাতাস বের হলো না, অর্থাৎ উপরের প্যাকেটের জিনিস অক্ষত আছে, শুধু নিচের প্যাকেট ছেড়ার সময় উপরের প্যাকেটের সামান্য অংশ ছিড়ে গিয়েছে। এতে কি দোকানদারের ক্ষতি করা হলো?