বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
- (১)মাহরামে আবদী তথা নিজ ভাই বা বোনের ছেলের সামনে ফিৎনার আশঙ্কা না থাকলে বুকের উপরি অংশ,হাত ও বাহুদ্বয় খোলা রাখা জায়েয রয়েছে।তবে ব্রেসিয়ার বা হাতকাটা গেঞ্জি -যা সাধারণত যৌনাবেদনময়ী হয়ে থাকে- এগুলো পড়ে মাহরাম পুরুষের সামনে যাওয়া যাবে না।কেননা এগুলোকে ফিৎনার জন্য তৈরীই করা হয়েছে।মাহরাম মহিলার শরীরের কোন অঙ্গ কতটুকু পর্যন্ত দেখা বৈধ হয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 1493
- (২)গলার দুপাশ,সামন ও পিছনের অংশ খোলা রাখা যাবে,তবে ফিতনার আশংকা হলে খোলা রাখা যাবে না।সাধারণত আমাদের দেশে যেটা প্রচলিত আছে,সেটা পড়া যাবে।
- (৩)গলার নিকটবর্তী পিঠের কিছু অংশ খোলা রাখা যাবে।ফিতনার অাশংকা হলে যাবে না।
- (৪)কনইসহ খোলা রাখা যাবে।ফিতনার অাশংকা হলে যাবে না।
- (৫)টাখনু সহ পা খোলা রাখা যাবে।এরচেয়ে বেশী না।তবে ফিতনার অাশংকা হলে যাবে না।
- (৬)যদি আকর্ষিত ছবি হয়, যা এক সময় যৈনচিন্তার দিকে নিয়ে যেতে পারে,এমন ছবির দিকে তাকানো জায়েয হবে না।অন্যথায় রুখসত হবে।
- (৭)কোন নারীর দিকে (বা ছবির দিকে) ভুল ক্রমে চোখ পড়ে গেলে যদি সাথে সাথে সরিয়ে নেয়া হয়, গুনাহ হবে।হ্য বুঝা না গেলে কিছুক্ষণ থাকানোর পর বুঝা গেলে, তখন সাথে সাথেই চোখ ফিরিয়ে নিলে গোনাহ হবে না।
- (৮)জ্বী, পারবেন।
- (৯)জ্বী গোনাহ।কেননা এক সময় কামভাব চলে আসবে।
- (১০)অন্তরে কোনো মেয়ের সাথে যিনা করার কল্পনা করা।