আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,038 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (48 points)
  1. মাহরাম পুরুষের সামনে ( আমার সামনে আমার মা, বোন বা অন্য খালা এর ক্ষেত্রে রুলিংস এর তফাত থাকলে একটু বিস্তারিত জানাবেন )  মহিলাদের সতর কি?
  2. গলার দুপাশে, সামনে ও পিছনে কতটা খোলা রাখা যাবে? সাধারন সেলোয়ার বা ঘরের পোশাকে তো অনকেটা খোলা থাকে।
  3. পিঠের কতটুকু অংশ খোলা রাখা যাবে? উপরের জায়গাটা?
  4. হাত কতটুকু খোলা রাখা যাবে? কনুই দেখা গেলে?
  5. পা এর কতটুকু খোলা রাখা যাবে?
  6. যদি কোন ছবিতে জুতো পড়া কোন পা এর অল্প চামড়া দেখা যায় ( অল্প পরিমান অংশ,  টাখনু ও দেখা যায় না ), কিন্তু বোঝা যায় না যে তা কি মেয়ের পা নাকি ছেলের, তবে কি ওই ছবির দিকে তাকিয়ে থাকা যাবে?
  7. কোন নারীর দিকে ( বা ছবির দিকে ) ভুল ক্রমে চোখ পড়ে গেলে যদি আমি সাথে সাথে সরিয়ে নেই, গুনাহ হবে? যদি অল্প কিছুক্ষন তাকিয়ে থাকি ( প্রথম দেখায় বুঝি নি ছেলে না মেয়ে ), তবে?
  8. যদি এমন হয় একটা ছবির দিকে আমার চোখ পড়ল। কিন্তু আমি বুঝি নি তা ছেলে না পেয়ের। আমি কি আবার সেদিকে তাকাতে পারব এইটক জানতে যে সে মেয়ে ছিল নাকি ছেলে? যদি নিয়াত এমন থাকে যে মেয়ে হকে সাথে সাথে চোখ সরিয়ে নিব।
  9. কোন মেয়ের দিকে কামভাব ছাড়া তাকানো ও কি গুনাহ?
  10. মনের জিনা বলতে কি বুঝায়?

উত্তর গুলো পেলে বড় এহসান হত ওস্তায। জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (601,620 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
  1. (১)মাহরামে আবদী তথা নিজ ভাই বা বোনের ছেলের সামনে ফিৎনার আশঙ্কা না থাকলে বুকের উপরি অংশ,হাত ও বাহুদ্বয় খোলা রাখা জায়েয রয়েছে।তবে ব্রেসিয়ার বা হাতকাটা গেঞ্জি -যা সাধারণত যৌনাবেদনময়ী হয়ে থাকে- এগুলো পড়ে মাহরাম পুরুষের সামনে যাওয়া যাবে না।কেননা এগুলোকে ফিৎনার জন্য তৈরীই করা হয়েছে।মাহরাম মহিলার শরীরের কোন অঙ্গ কতটুকু পর্যন্ত দেখা বৈধ হয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 1493
  2. (২)গলার দুপাশ,সামন ও পিছনের অংশ খোলা রাখা যাবে,তবে ফিতনার আশংকা হলে খোলা রাখা যাবে না।সাধারণত আমাদের দেশে যেটা প্রচলিত আছে,সেটা পড়া যাবে।
  3. (৩)গলার নিকটবর্তী পিঠের কিছু অংশ খোলা রাখা যাবে।ফিতনার অাশংকা হলে যাবে না।
  4. (৪)কনইসহ খোলা রাখা যাবে।ফিতনার অাশংকা হলে যাবে না।
  5. (৫)টাখনু সহ পা খোলা রাখা যাবে।এরচেয়ে বেশী না।তবে ফিতনার অাশংকা হলে যাবে না।
  6. (৬)যদি আকর্ষিত ছবি হয়, যা এক সময় যৈনচিন্তার দিকে নিয়ে যেতে পারে,এমন ছবির দিকে তাকানো জায়েয হবে না।অন্যথায় রুখসত হবে।
  7. (৭)কোন নারীর দিকে (বা ছবির দিকে) ভুল ক্রমে চোখ পড়ে গেলে যদি সাথে সাথে সরিয়ে নেয়া হয়, গুনাহ হবে।হ্য বুঝা না গেলে কিছুক্ষণ থাকানোর পর বুঝা গেলে, তখন সাথে সাথেই চোখ ফিরিয়ে নিলে গোনাহ হবে না।
  8. (৮)জ্বী, পারবেন।
  9. (৯)জ্বী গোনাহ।কেননা এক সময় কামভাব চলে আসবে।
  10. (১০)অন্তরে কোনো মেয়ের সাথে যিনা করার কল্পনা করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 165 views
0 votes
1 answer 186 views
0 votes
1 answer 497 views
...