আসসালামু আ'লাইকুম
আপনাদের বারবার বিরক্ত করতে লজ্জা লাগছে কিন্তু না করেও উপায় নেই যেহেতু দুনিয়া ও আখিরাতের বিষয়।আমার মাথায় একবার কোন চিন্তা ঢুকলে আর বের হতে চায় না সেটা। আমার খাওয়া,ঘুম,কাজ কিছুই হয়না,কারো সাথে দেখা করতে ইচ্ছা করে না,কথা বলতে ইচ্ছা করে না,অস্থিরতা কাজ করে,কান্না করি,উঠতে বসতে চলতে ফিরতে শুধু সেটাই ভাবতে থাকি। এই মুহূর্তে আমি কঠিন পরিস্থিতিতে আছি। ইতিমধ্যে আমাকে এখানে থেকে জানানো হয়েছে আমার বিবাহ সহিহ আছে।
সমস্যা ও সমাধান -
https://www.ifatwa.info/56480/
কিন্তু আমার মনে খটকা রয়ে গেছে কারণ ২ বছরের বিবাহিত জীবনে ঝগড়ার চরম মুহূর্তে বা হাসি ঠাট্টার ছলে একে অপরকে অনেক কেনায়া শব্দ বা বাক্য বলেছি (আমি বিচ্ছেদের নিয়তে বলেছি) মনে থাকলেও আমার স্বামী কোন নিয়তে বলেছে সেটা আমি বলতে পারব না।আমাকে ** এর অনুমতি দিয়েছে কিনা আমি সেটাও জানিনা
২বছরের বিবাহিত জীবনে তো ঝগড়া বা হাসি ঠাট্টার ছলে অনেক কেনায়া বাক্য/শব্দ একে অপরকে বলা হয়েছে নিয়ত ছিল কি ছিলনা সে বিষয়ে স্পষ্ট জ্ঞান নেই কারোরই। আগে আমি কখনো নিয়ত সম্পর্কে জিজ্ঞেসও করতাম না যেহেতু জ্ঞান ছিল না।
আমার কথা হচ্ছে ২বছরের বিবাহিত জীবনে তো ঝগড়া বা হাসি ঠাট্টার ছলে অনেক কেনায়া বাক্য/শব্দ একে অপরকে বলা হয়েছে নিয়ত ছিল কি ছিলনা সে বিষয়ে স্পষ্ট জ্ঞান নেই কারোরই। আগে আমি কখনো নিয়ত সম্পর্কে জিজ্ঞেসও করতাম না যেহেতু জ্ঞান ছিল না। এখন আগে আমরা যে বিষয়ে জানতাম না সে বিষয়ে আল্লাহ না করুক না জানার কারণে বেশ কয়েকবার * পতিত হলে করণীয় কি??কিছু কেনায়া শব্দ বা বাক্য আছে যে কথাগুলো স্বামীর অস্বীকার করার এখতিয়ার নাই সেগুলো যদি সে না জেনে ব্যবহার করে(মনে নেই আমার)তার আছে নাকি জানিনা এবং মনে থাকলেও এর দ্বারা * পতিত হয় সেটা না জানলে করণীয় কি
এখন আগে আমরা যে বিষয়ে জানতাম না সে বিষয়ে আল্লাহ না করুক না জানার কারণে বেশ কয়েকবার * পতিত হলে করণীয় কি??কিছু কেনায়া শব্দ বা বাক্য আছে যে কথাগুলো স্বামীর অস্বীকার করার এখতিয়ার নাই সেগুলো যদি সে না জেনে ব্যবহার করে(মনে নেই আমার)তার আছে নাকি জানিনা এবং মনে থাকলেও এর দ্বারা * পতিত হয় সেটা যদি সে না জানে করণীয় কি????
যেহেতু আমি কেনায়া শব্দ বা বাক্য সম্পর্কে জেনেছি বেশিদিন হয়নি তাই এরপর থেকে আমার স্বামী এমন কিছু বললেই জিজ্ঞেস করি তুমি কি আমাকে অমুক নিয়তে এই কথা বলেছো?
বলে তুমি আমার নিয়ত সম্পর্কে অবগত আছো আর তোমাকে ছাড়ার জন্য বিয়ে করেনি।এমন অনেক কথা বলে যে আমি বিশ্বাস করি সে আসলেই ওই নিয়তে বলে নাই আর তার তো কেনায়া বিষয়েও জ্ঞান নেই আমি জানার পরে তাকে জানাতে চাইলে সে এইসব বিষয়ে কথা বলতে অপারগ।
তার সাথে কথা বলতে, মেলামেশা করার সময় খালি এই প্রশ্ন ঘুরপাক খায় আমার বিবাহ সহীহ আছে তো?সে আমাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করে (যেগুলো ইদানীং বুঝাচ্ছে কারণ রিসেন্টলি এইসব ব্যাপারে জানতে পেরে চিন্তাই আছি)
আমি আপনাদের আমার সমস্যা সঠিকভাবে বুঝাতে পেরেছি নাকি সেটা নিয়েও সন্দেহ হচ্ছে।কারণ সব কথা মনে নেই বা আছে এই মুহূর্তে মনে পরছে না ।
রমজান মাসের একটা ঘটনা শেয়ার করি আপনারা যাতে সহিহ পরামর্শ দিতে পারেন।সেহরির পর আমাদের খুব বিশ্রিভাবে ঝগড়া হয় তখন সে আমাকে বলে তোমার এখানে থাকতে হবে না আমাকে ধাক্কা দিয়ে দিয়ে ব্যাগ গুছাতে বলে বেশ কয়েকবার আমি এর পরিপ্রেক্ষিতে কি করেছিলাম মনে নেই।(তার নিয়তের বিষয়ে জানিনা)
সে রাগ করে ঘর থেকে বের হয়ে যায় মোটর সাইকেল নিয়ে আমি ভয় পেয়ে যায় কারণ রাগের বশে গাড়ি চালালে কি থেকে কি হয়ে যায় তাই আমি বারবার রিকুয়েষ্ট করতে থাকি যাতে বাসায় চলে আসে কিন্তু সে বলে না তার একটু বাইরের বাতাসে নিঃশ্বাস নিতে হবে আর তাকে যেন ফোন না দেই কিন্তু তাও আমি বারবার ফোন দিতে থাকি ভয়ে কিন্তু ফোন ধরে না।
পরে ফোন ধরলে বুঝিয়ে বলি বাসায় চলে আসতে এবং আমাদের মধ্যেকার যেই রাগারাগি হয়েছিল সে বিষয়ে কথাও হয়েছিল(কিন্তু কথাগুলো হুবহু মনে নেই)
এই ঘটনায় কি কোন কেনায়া বাক্য ছিল?(পুরো ঘটনা যেহেতু হুবহু মনে নেই)
আপাতত আর কিছু মনে পরছে না। প্লিজ দয়া করে আমাকে সাহায্য করুন
আল্লাহ আপনাদের ভালো করুক