১। মহিলারা নামাজে থুতনি ঢাকতে হবে কিনা?
২।পায়ের টাখনুর নিচের অংশ মানে পুরো পা ঢাকা ফরজ,ওয়াজিব নাকি সুন্নত? অনেকে বলে থাকেন পুরো পা না ঢাকলে নামায হবেনা আবার অনেকে বলেন পা ঢাকা সুন্নত। এজন্য তারা উপদেশ দেন যে লং স্কার্ট পরে নামায আদায় করতে যাতে পুরো পা ঢেকে যায়, স্কার্ট না থাকলে পা মোজা পরার নির্দেশ দিয়ে থাকেন। এক্ষেত্রে কি করা উচিত? পা কতটুকু ঢাকবো এবং স্কার্ট বা পা মুজা দিয়ে পুরো পা না ঢাকলে কি নামাজ হবেনা?
৩। অনেকে বলেন 'ডিভাইডেড(divided) কাপড়' পরে সালাত আদায় করা নিষিদ্ধ কারণ হাদিসে আছে non divided কাপড় পরে সালাত আদায় করতে। divided কাপড় মানে হলো কাপড় এর মাঝে কোনো ভাগ থাকবেনা, আমরা যে পায়জামা পরি এটা ডিভাইডেড বা ভাগ রয়েছে তাই এটা পরে যে নামায আদায় করি এটা শুদ্ধ নয় কারণ হাদিসে আছে ভাগ ছাড়া কাপড় পরিধান করতে, স্কার্ট হলো কিছুটা লুংগির মতো ভাগ ছাড়া কাপড়, স্কার্টে কোনো ভাগ নেই তাই স্কার্ট পরিধান করে নামায পড়তে বলেন, আরও বলেন যে স্কার্ট+খিমার হলো নামাযের সুন্নতি পোশাক। এইরকম কোনো হাদিস কি আছে? আমরা বাংগালী রা যে থ্রি-পিস/শাড়ির উপর শুধু বড় খিমার পরে নামাজ পরি তাহলে কি নামাযে সতর ঢাকা হয়? থ্রি-পিস আর ভাগ যুক্ত সালোয়ার পরিধানে কি নামায হবে?
৪। অনেকে নামাজ শেষে মুনাজাত না করে মুনাজাতের পরিবর্তে একটি সিজদা দেন এবং সিজদায় দুয়া করেন, জিজ্ঞেস করলে বলেন যে সিজদায় দুয়া কবুল হয় তাই হাত তুলে মুনাজাত না করে মুনাজাতের পরিবর্তে নামায শেষে অতিরিক্ত আরেকটি সিজদা দিয়ে দুয়া করেন। এটি কি জায়েজ হবে? আর এর ভিত্তি কতটুকু? আবার অনেকে বলেছেন এভাবে অতিরিক্ত সিজদা করে দুয়া করা বিদআত। এর সঠিক দলিল কি?