আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
115 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (98 points)
১)ইফ্রিত নামে কি কোন জ্বিন আছে?

২)কালো জাদুর চিকিৎসা গুলো কি? অনেকে কালো জাদুর চিকিৎসায় বরই পাতা,লেবুর রস,বিভিন্ন ফুল ব্যবহারের কথা বলে থাকে।এগুলো কি শরীয়তসম্মত?

৩)যেসকল জিনিসের মাধ্যমে যাদুর প্রভাব দেহে প্রবেশ করানো হয় সেই গুলো কি নাভি দিয়ে শরীর থেকে বের করা হয়?

1 Answer

0 votes
by (678,880 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

قَالَ عِفۡرِیۡتٌ مِّنَ الۡجِنِّ اَنَا اٰتِیۡکَ بِہٖ قَبۡلَ اَنۡ تَقُوۡمَ مِنۡ مَّقَامِکَ ۚ وَ اِنِّیۡ عَلَیۡہِ لَقَوِیٌّ اَمِیۡنٌ ﴿۳۹﴾ 

এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার আগেই আমি তা এনে দেবো, এবং এ ব্যাপারে আমি অবশ্যই শক্তিমান, বিশ্বস্ত।
(সুরা নামল ৩৯)

সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের সিংহাসন নিয়ে আনার জন্য জীনদের আদেশ করেছিলেন,তখন এই জীন উপরোক্ত কথা বলেছিলো  

সুলাইমান আলাইহিস সালামের নিয়ম ছিল যে, তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত রাষ্ট্র, বিচারকাজ ও খাওয়া দাওয়ার জন্য মজলিসে বসতেন। তাই জিনটি বলেছিল, আপনি সে বসা শেষ করার আগেই আমি সে সিংহাসনটি নিয়ে হাযির হব। [ইবন কাসীর]

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
আয়াতে ইফ্রিত শব্দ এসেছে,যার অর্থ জীনদের মধ্যে শক্তিশালী। 
সুতরাং ইফ্রিত জীন আছে,তবে জানামতে সেটি কোনো জীনের নাম নয়।
শক্তিশালী জীনদের ক্ষেত্রে এটি বলা হয়।

(০২)
যদি আকীদা বিশুদ্ধ রেখে কোনো কাজ করা হয়,আর শরীয়াহ বিরোধী কোনো কাজ না হয়,তাহলে উপরোক্ত পদ্ধতিতে রুকইয়াহ করা যাবে।

কালো যাদুর চিকিৎসা সংক্রান্ত জানুনঃ

(০৩)
কেহ কেহ এমনটি বলে থাকেন।
তবে কুরআন হাদীসের কোথাও এরকম কিছু নেই।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 192 views
...