আমার মনে কখনো স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত ছিলনা।
দ্বীনের পথে না থাকার কারনে আমরা খুব ঝগড়া করতাম।
আমি ওকে বলেছি যে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, কিন্তু মনে তালাকের নিয়ত ছিলনা।আর তালাক শব্দটিও কখনো উচ্ছারন করিনি।শুধু বলেছি "তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই"কথাটি কখন বলেছি কতবার বলেছি কিছু মনে নেই।
এত দিন পর এসে মনে খুব ওয়াস ওয়াসা হচ্ছে যদি আমাদের তালাক হয়ে যায় কি হবে??আমরা তো এখন সংসার করছি।
তার ও মনে নেই এই কথা টি কয়বার বলছি, আমার মনে হচ্ছে অনেকবার বলছি।
নামাযে মন বসছেনা কি করব বুঝছিনা, যদি আমাদের অজান্তে তালাক হয় তাহলে কী হবে??