একজন দ্বীনি বোনের প্রশ্নটা, তারটাই সম্পূর্ণ তুলে দিলাম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহু
শায়েখ
গতমাসে একজনের সাথে আমার বিয়ের কথা হয়,,,ইমেইলে পাত্রের সাথে কথা হয়,,তারপর পাত্রের বোনের সাথে কথা বলা শুরু করি,,,পাত্রের সময় হয় না বলে দেখতে আসতে পারে নি,, যার কারণে ছেলের বোন আমার ছবি চায়,,,বাসা থেকেও ছবি দিতে বলে এবং তারা ছবি দেখে পছন্দ করে।
আমার অন্য যায়গা থেকেও বিয়ের প্রস্তাব আসে যার কারণে আমি তাদেরকে বলি সামনাসামনি দেখতে,, তারা সামনাসামনি দেখে যায় তবে তারা কিছু জানায় না।
বিঃদ্রঃ- আমি ছেলের ছবি দেখেছি এবং তাকে দ্বীন সম্পর্কে অনেক প্রশ্ন করেছি,,সে খুব সুন্দর উত্তর দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি এবং ছেলে উভয়ই সন্তুষ্ট এবং সুন্নাহ অনুযায়ী বিয়ের জন্য প্রস্তুত ছিলাম,, সে আমার গার্ডিয়ানের সাথে কথা বলে
আমি জানি তাকদিরে যা আছে তাই হবে,, তবে প্রায় সময়ই আমার মন খারাপ হয় এবং ভাবি ভুলটা কোথায়,, কেনো রিজেক্ট করেছে
মানতে পারছি না,,নিজের কাউন্সিলর নিজেই,,জায়নামাজে বসে সেজদায় পড়ে আল্লাহকে বলি তাকদিরে যা নেই হৃদয়ে তা রেখো না,,মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয় আবার তওবা করি,,নফসের কাছে বাজে ভাবে আটকে গেছি,,বের হতে পারছি না,,মানতেও পারছি না
এখন এই পরিস্থিতি কি করা উচিত?
আমি অন্য কাউকেও মানতে পারছি না এবং প্রচন্ড খারাপলাগা কাজ করে