আসসালামু আলাইকুম,
আমাদের মসজিদের ঈমাম সাহেব বলেন, ফরয নামাজ শেষে ১ বার সুবাহান-আল্লাহ, ১ বার আলহামদুলিল্লাহ্, ১ বার আল্লাহু
আকবার বলতে হবে, এক সাথে ৩ টা কর/আঙুলের গিট গুনে ১০০ বার পড়তে হবে। যেমনঃ- সুবাহান-আল্লাহ,
আলহামদুলিল্লাহ্, আল্লাহু আকবার, সুবাহান-আল্লাহ, আলহামদুলিল্লাহ্, আল্লাহু আকবার......এইভাবে ১০০ বার পড়তে হবে।
এইভাবে না পড়লে সুন্নাত অনুযায়ী আদায় হবে না।
কিন্তু আমি জানতাম প্রথম ৩৩ বার সুবাহান-আল্লাহ বলতে হয়, তারপর ৩৩ বার আলহামদুলিল্লাহ্ বলতে হয় এবং শেষে ৩৩
অথবা ৩৪ বার আকবার বলতে হয়। যেমনঃ- সুবাহান-আল্লাহ, সুবাহান-আল্লাহ, সুবাহান-আল্লাহ, সুবাহান-আল্লাহ...... এই
ভাবে ৩৩ বার। তারপর আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ্,.........৩৩ বার। এবং শেষে আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার......... ৩৩ বার পরতে হয়। এইভাবে পড়লে নাকি সুন্নত আওনুযায়ী আদায় হবে না ।
প্রশ্ন-১ঃ কথাটা কি সঠিক?
প্রশ্ন-২ঃ আমার প্রশ্ন হলো নবী (সঃ) কিভাবে পড়তেন?
প্রশ্ন-৩ঃ কোন নিয়মটা নবী (সঃ) এর সুন্নাত অনুযায়ী সঠিক?