সকাল বেলা একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে কিন্তু কথা বলে না এমন দুই বার হয় তৃতীয় বার আবার আসে কিন্তু কথা বলে না আমার একটু রাগ হয় মনে মনে বকা দেয়। আমার মনে তালাকের বিষয়টা আসে।আমার তালাক নিয়ে ব্যাপক অসওসা আছে প্রায় সময়ই এটা মনে আসে আর সন্দেহ তৈরি করে।আমি যখন বকা দেয় তা মনে মনে হয় কারন আমার সামনে মানুষ ছিল।শুধু মুখ নেড়ে শব্দ ছাড়া হয়েছে কি না আমার সন্দেহ রয়েছে। এ সময় তালাক বিষয়টা আমার মনে আসে।যা সচারচার আমার মনে আসে আর আমাকে কষ্ট দেয়।আমি সশব্দে বলি নি নিশ্চিত।তবে মনে মনে বা মুখ নেড়ে নিঃশব্দে বলছি কিনা আমার সন্দেহ আছে।আর এর কিছুক্ষণ পর যখন জানতে পারি সে আমার স্ত্রী ছিল।ফলে আমার সন্দেহ বেড়ে যায় আর আমাকে পাগল করে দেয়।আমার ocd বা সন্দেহ নামক একটা মানসিক রোগ আছে।
এক্ষেত্রে শরীয়তের বিধান কি?