আসসালামুআলাইকুম,
১)যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে,তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না।(আল-বাহরুর রায়েক-১/২৪৪)
যদি পবিত্র কাপড়কে -অপবিত্র এমন কাপড় যা পানি দ্বারা ভিজা থাকে- এর সাথে ভাজ করা হয়ে থাকে,যদি পবিত্র শুকনো কাপড় এমনভাবে ভিজে যে,তা তাকে চিপানো হলে তা থেকে কিছু বের হবে,তাহলে সেই শুকনো পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যাবে।নতুবা অপবিত্র হবে না।আর যদি শুকনো কাপড়কে প্রস্রাব ইত্যাদি দ্বারা ভিজা কাপড়ের সাথে ভাজ করা হয় বা লেপ্টানো হয়,যদি পবিত্র কাপড়ে নাজাসতের কোনে চিহ্ন পরিলক্ষণ করা যায়,তাহলে উক্ত পবিত্র কাপড়ও অপবিত্র হবে, নতুবা অপবিত্র হবে না।(রদ্দুল মুহতার-১/৩৪৭)
তো এই দুই ফাতওয়ার আলোকে কি বলতে পারি যে,কোনো ভেজা পাক কাপড় যা থেকে পানি টপকাচ্ছিল আর এমতাবস্থায় অদৃশ্যমান নাজাসাত সেই পাক কাপড়ে লেগে যায় এবং সেই পাক কাপড়টিকে নাপাক করে ফেলে ।এখন এই নাপাক কাপড় থেকে টপকানো পানি আরেক পাক কাপড়ে পড়ে পাক কাপড়টিকে এতটুকু ভিজিয়েছিল যে কাপড়টি চিপলে কোনো পানি বের হবে না।তাহলে কি পাক কাপড়টি পাক থাকবে?
২)ওয়াশিং মেশিনে নাপাক লাগা কাপড়কে পাক করা হয়েছিল কিন্তু পানি অপসারনের পাইপটি বাঁকা ভাবে ড্রেনে সংযোগ দেয়া তাই আনুমানিক ২ লিটারের মতো নাপাক পানি পাইপটিতে রয়ে যায়।আর এরপর পাক কাপড় ওয়াশ করা হয় এবং প্রায় ২০ লিটারের মতো পানি অনেক বেগে অপসারিত হয়ে যায় সেই পাইপ দিয়ে কিন্তু কিছু পানি পাইপে থেকে যায় যেহেতু পাইপটি বাকাভাবে সংযুক্ত।তো যখন ড্রেন থেকে পাইপটি সরানো হয় তখন পাইপে জমে থাকা পানি বাথরুমের সামনে থাকা বড় ম্যাটে পড়ে যায়।তো আমার প্রশ্ন হলো যে দ্বিতীয়বার পানি অপসারনের সাথে সাথে কি নাপাক পানিও অপসারন হয়ে গিয়েছিল এবং যেই পানি জমে ছিল তা কি পাক ছিল? আর ম্যাটটি কি নাপাক হয়ে গেছে?জাযাকাল্লাহ।