সমাধানঃ-
সন্তানের পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার পরও যদি মাতা-পিতা সন্তানের বিয়ের ব্যপারে গাফিল থাকে,তাহলে সন্তানের উচিৎ মাতা-পিতা র নিকট নিজ বিবাহের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা।
তারপরও যদি তারা বিয়ের দিকে না আগান।তাহলে সন্তানের জন্য উচিৎ যে, সে তা পছন্দমাফিক পাত্র-পাত্রী ডিটেইলস মাতা-পিতা কে জানিয়ে দিবে।সাথে সাথে এ ঘোষনাও দিবে যে,আপনারা যদি আমাকে বিয়ে না
করান,তাহলে আমি অমুক জায়গায় বিয়ে করছি।
তারা যদি ভিন্ন জায়গা দেখান,তাহলে সন্তানের উচিৎ ভিন্ন জায়গায় বিয়ে করে নেয়।যদিও মাতা-পিতা র জন্য সন্তানের পছন্দমাফিক পাত্রপাত্রী নির্বাচন উচিৎ।
সন্তানের জন্য মাতা-পিতা র পছন্দকে অগ্রাধিকার দেয়া এজন্য উচিৎ যে, যেহেতু মাতা-পিতা অভিজ্ঞ ও সন্তানের প্রতি তাদের মায়ামমতা সর্বজন স্বীকৃত।
যদি তারা ভিন্ন কোনো জায়গা না দেখান,এবং বিয়ে ও না দেন।
তাহলে সন্তানের এখতিয়ার রয়েছে যে,সে তার পছন্দমত বিয়ে করতে পারবে।
আবকে মাসাঈল আউর উনকা হল;৫/৩১