ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত।
عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " عَلَيْكُمْ بِالْبَيَاضِ مِنَ الثِّيَابِ , لِيَلْبَسْهَا أَحْيَاؤُكُمْ ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ، فَإِنَّهَا مِنْ خِيَارِ ثِيَابِكُمْ "
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে। তোমাদের জীবিতরা যেন সাদা কাপড় পরিধান করে এবং মৃতদেরকে সাদা কাপড় দিয়ে দাফন দেয়। কেননা, সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। (শামাইলে তিরমিযি-৫২ নাসাঈ, হা/৫৩২৩; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৯৫৬৬)
সামুরা ইবনে জুনদুব (রাঃ) হতে বর্ণিত।
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْبَسُوا الْبَيَاضَ , فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ "
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো। কারণ, তা সর্বাধিক পবিত্র ও উত্তম। আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দাও। (শামাইলে তিরমিযি-৫৩ মুজামুল কাবীর, হা/৯৬৪; সহীহ তাঁরগীব ওয়াত তাঁরহীব, হা/২০২৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাদা রঙ পছন্দ করা বা না করা মূলত স্বভাব আদতের সাথে সম্পর্কিত। সে জন্য সাদা রঙকে ফরয ওয়াজিব করা হয়নি। বা সুন্নতে মুআক্কাদাও করা হয়নি। বরং এটা সুন্নতে যায়েদা। যদি কারো চোখে সমস্যা থাকার কারণে তথা শারিরিক বা মানষিক সমস্যা থাকার কারণে সে সাদা রঙ কে অপছন্দ করে, তাহলে তার ঈমানে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সে ইচ্ছাকৃত রাসূলকে এটাক করে বা রাসূল সাঃ এর প্রতি শত্রুতা বশত সে সাদা রঙকে অপছন্দ করে, তাহলে ঈমানে সমস্যা চলে আসবে। তার ঈমান চলে যাবে।
ইডিট করা প্রশ্নের জবাব পরে পাবেন।