আসসালামু আলাইকুম ।
আমি তালাকের বিষয়ে সন্দেহ সম্পর্কে এখানে একটি প্রশ্ন করেছিলাম । উত্তর পেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে । আমি তালাকের বিষয়টি নিয়ে ওয়াসওয়সাতে ভুগছি ।
কিন্তু আমি আপনাদের এখানে প্রশ্ন করার সময় ও উত্তর পাবার আগ পর্যন্ত অনেক চিন্তিত ছিলাম । আমার স্বামী আমাকে দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে যে, কি হয়েছে ? আমি তাকে ওই সময় কিছুই বলি নাই । পরবর্তীতে আপনাদের কাছ থেকে উত্তর পাবার পরে আমি তাকে বললাম যে, আমি ইসলামিক একটি বিষয়ে প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর পেয়ে এখন ভালো লাগছে । কিন্তু আমি কি সম্পর্কে প্রশ্ন করেছিলাম তা বলি নাই ।
যেহেতু আমি তালাকের বিষয়টি নিয়ে কিছু দিন ধরে দুশ্চিন্তায় ছিলাম , এটা সে জানতো । তাই আমি যে তালাকের সম্পর্কে আপনাদের এখানে প্রশ্ন করেছিলাম , সেটা তখন আমার স্বামী বুঝতে পেরে বা আন্দাজ করে আমাকে বলল যে , তালাকের ওইটা !? আমি বললাম, কি বলছ ? সে আমাকে আবার বলল যে, তালাকের প্রশ্ন !? আমি বললাম যে, হ্যা, তালাকের প্রশ্ন করেছিলাম ।
উল্লেখ্য যে, তালাক দেবার উদ্দেশ্যে তালাক শব্দটি বলা হয় নাই । এভাবে কথপোকথন এর সময় তালাক শব্দ টি বলার করনে কি কোনো সমস্যা হয়েছে ?
আর একটি বিষয় , আমি তালাকের সম্পর্কে এখানে বা অন্য কোথাও প্রশ্ন করার সময় তালাক সম্পর্কে বারবার লিখার জন্য বা তালাক শব্দটি বার বার লিখার জন্য কি কোনো সমস্যা হচ্ছে ?