আসসালামু আলাইকুম .. আমি কিছু দিন ধরে অনেক মানসিক অশান্তি আর সন্দেহে আছি । আমার প্রশ্নের উত্তর প্লিজ যতো জলদি সম্ভব দেবেন বলে আশা করছি৷
কিছু দিন ধরে আমি তালাকের ওয়াসাওয়াসাতে ভুগছি । মাঝে মাঝেই মনে উল্টোপাল্টা চিন্তা আসে । আমি একটি ইসলামিক সাইটে তালাক সম্পর্কিত একটা প্রশ্নের উত্তর পড়ছিলাম । সেখানে লিখা ছিল যে , স্বামী কর্তৃক তালাকের অধিকার প্রাপ্ত স্ত্রী যদি মুখে বলে বা লিখিত ভাবে , আমি স্বীয় নফসের উপর তালাক দিচ্ছি , বললে তালাক পতিত হবে । আমি এটা পড়ার সময় কথাটা আস্তে বা মনে মনে পড়ছি নাকি জোরে পড়েছি তা স্পষ্ট মনে পড়ছে না ।
কিন্তু এরপর ই আমি নিজে মুখে কয়েকবার বলেছি যে , আমি স্বীয় নফসের উপর তালাক দেই নাই । আমি এই কথাটা যতোবারই বলেছি 'দেই নাই' ই বলেছি বলে আমার মনে পড়ছে । কিন্তু , এরপরই আমার মনে প্রচুর ভয় আর সন্দেহ হতে থাকে যে, আমি কি 'দেই নাই' কথাটা প্রতিবার স্পষ্ট ভাবে বলেছিলাম !
উল্লেখ্য যে, আমার আর আমার স্বামীর মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান । আমার তাকে তালাক দেবার কোনো উদ্দেশ্য নাই , তখনও তালাকের উদ্দেশ্যে ছিল না । ওই সময় আমার স্বামী আমার সামনেই বসে মোবাইল টিপছিল । সে হয়তো আমাকে ভালো ভাবে খেয়ালই করেনি ।
১. আমার ওই কথাগুলোর কারণে কি আমাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয়েছে ?
হয়ে থাকলে কি করনীয় ?
আর একটি বিষয় হলো , আমার বিয়ের কাবিননামা হাতে পাবার পর দেখি সেখানে লিখা ছিল যে , স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার দেয়া হয়েছে , যদি খোরপোষ না দেয় বা বনিবনা না হয় । আমি কিছুদিন আগে সেচ্ছায় আমার স্বামীকে বলেছি যে, আমার তালাকের অধিকার লাগবে না । তুমি কি আমাকে তালাকের অধিকার দিয়েছ? সে বলেছে যে , না দেই নাই ।
২. আমার স্বামী আমাকে এই কথা বলার পর কি আমার তালাকের অধিকার আছে ? আমি সেচ্ছায় তালাকের অধিকার নিতে চাচ্ছি না ।
জাযাকাল্লাহু খাইরান ....