আস সালামু আলাইকুম
আমার কুরআন তেলাওয়াতের উচ্চারণে অনেক ভুল আছে। সালাত আদায় করতে অনেক অসুবিধা হয়ে যায়, সূরা ফীল উচ্চারণের সময় "বিহিজারতিম মিন " এখানে মীম এর মধ্যে যে টান ছিল তা উচ্চারণ হচ্ছিল না আমার, " ফাজাআলাহুম কাআছফিম মা' কুল " এ " মা' " এ আইন এর উচ্চারণ হয়ে যাচ্ছিল আলিফ এর বদলে, এসব পারতেছিলাম না তাই সালাত এ অন্য সূরা পরি, কাউসার এ " ফাসললিলি রব্বিকা ওয়ান হার " এ হা এর উচ্চারণ পারি না, গাঢ় হবে না পাতলা,
প্রথম সূরায় উচ্চারণ পারি না দ্বিতীয় সূরায় উচ্চারণ জানি না, তাও কাউসার পরি , হার উচ্চারণ টা গলার ভেতর দিয়ে না , একেবারে সোজা সোজা। সালাত ওয়াক্ত প্রায় শেষের সময়, আমার এই অপারগতার জন্য কি সালাত হবে? অন্য সূরা পারতাম কিন্তু তাতে একটু অসুবিধা হয় আর সময় ও কম , এই কম পারা সূরা ( কাউসার) দিয়েই সালাত করি , আমার সালাত কি কবুলযৌগ?
২. সূর্যোদয় এর ১ বা ২ মিনিট আগে সালাত শেষ করলে কি সালাত আদায় হবে? আমি ফোনের বাংলাদেশের সময় এর ঘড়ি দেখি আর পেপার থেকে সূর্যোদয় এর সময় দেখি।
৩. মহিলাদের সালাত আদায়কালে হেজাবে পিঠের দিকে সেলাইয়ের ফাঁক ফাঁক থেকে খোঁচা খোঁচা চুল বের হয় , কখনো বড় চুল বের হয়। কিন্তু এই ব্যাপারে আমার কিছুর জানার অবকাশ থাকে না যেহেতু সেটা পিঠের দিক। কিন্তু গালে চুল আসলে ওগুলো সরাই। এগুলোর জন্য সালাত আদায় হবে না?