আমার এক আত্মীয়া নাটোর থেকে ঢাকায় এসেছেন। আজ তার ঢাকায় আসার ১৫ দিন পূর্ণ হবে। কিন্তু তিনি আসার আগে জানতেন না, তাকে এখানে দিন পনেরো থাকতে হবে। মেয়েত অপারেশনের কারণে তাকে আরও কিছুদিন ঢাকায় থাকতে হবে, কিন্তু কতদিন থাকা লাগতে পারে, তাও তিনি নিশ্চিত নন।
১. এক্ষেত্রে, আজকে যেহেতু তার ১৫ দিন পূর্ণ হয়েছে তাহলে তিনি আজ থেকে পূর্ণ সালাত আদায় শুরু করবেন? নাকি কতদিন থাকতে হবে তা নিশ্চিত না হওয়ার কারণে এখনও মুসাফির হিসেবে গন্য হবেন?
২. মুক্বিম হিসেবে গণ্য হওয়ার শর্ত কী? সেক্ষেত্রে বাসা থেকে বের হওয়ার সময়ই নিয়ত করে নেয়া জরুরি কি?