আসসালামু আলাইকুম
১.মেয়ে বাচ্চা ২ বছর বয়স।খুব ডিস্টার্ব করে ঘুমায় না তাই সাথে নিয়ে গোসলে ঢুকি বাথরুমে। বাচ্চার সামনে কাপড় পড়ে গোসল করলেও দেখা যায় গায়ের কাপড়ে প্রসাবের ছিটা ফোটা বা অন্য কোনো নাপাকি লেগে ছিল কিনা এই ভয়ে গোসলের শেষের দিকে গায়ের কাপড় গুলো খুলে পুরো শরীর আবার ধুয়ে পাক কাপড় পড়ি।এতে দেখা যাচ্ছে বাচ্চার সামনে কাপড় খুলে গোসল করতে না চাইলেও শেষের দিকে খুলতেই হচ্ছে।এক্ষেত্রে করণীয় কি হতে পারে??
২.ওযুতে প্রত্যেক অঙ্গ অনেক বার ধুই।৩ বার ধুতেই পারি না।চাইলেও পারি না,মনে হয় যে কোথাও হয়ত শুকনা আছে।কি করতে পারি????
৩.মেয়ে বাচ্চার বয়স সামনের আগস্ট মাসের ১৫ তারিখ ২ বছর পূর্ণ হবে।এত দিন সে কোনো ফিডার নেই নি।এখনো নিচ্ছে না।মায়ের বুকের দুধ মা শা আল্লহ ভালো পেত এজন্য ফিডার দেয়ার প্রয়োজন ও পড়ে নি।এখন মেয়েকে বুকের দুধ ছাড়াতে পারছি না।কি পদক্ষেপ নিতে পারি??