ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বাসায় একাকী অবস্থায়ও সতর ঢাকে এমন কাপড় পরিধান করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে হিজাব পড়া লাগবে না। দু-হাত কনুই পর্যন্ত, পা ঢাখনু পর্যন্ত এবং মূখ, খোলা রাখা যাবে, হিজাব পড়া লাগবে না।হ্যা বিশেষ প্রয়োজনের সময় আরো ছোট কাপড়ও পরিধান করা যাবে। তবে বিশেষ প্রয়োজন ব্যতীত ছোট কাপর পরিধান করা বা সতর খুলে অবস্থান করা অবশ্যই মাকরুহে তানযিহি হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/925
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাথরুমে একাকি অবস্থায়ও সতর ঢেকে রাখা উচিত। কিন্তু প্রশ্নের বিবরণমতে যেহেতু আপনি মজবুর, তাই আপনার জন্য ২ বৎসরের সন্তানকে সাথে নিয়ে বাথরুমে কাপড় খুলে গোসল করার সুযোগ রয়েছে।
(২) তিনবারের অধিকবার অজুর অঙ্গ সমূহ ধৌত করা বিদআত ও অপচয়ের শামিল।।
(৩) এক্ষেত্রে পরিবারের বয়স্কদের পরামর্শ গ্রহণ করবেন। তারা তাদের বাস্তব অভিজ্ঞতা আলোকে বিষয়টি সমাধানের চেষ্টা করবে।