১/আমি অনলাইন freepik company হতে Halal graphic দিয়ে রাখি আর তা কেউ যদি ডাউনলোড করে তাহলে freepik company আমাকে ০.১১ডলার করে দেয় তাহলে এই টাকা কি হারাম?
২/আবার কেউ যদি টাকা দিয়ে আমার premium ডিজাইন কিনে নেয় তাহলে ও তারা আমাকে টাকা দেয় এখন এই টাকা কি হারাম?
৩/ freepik company হতে যদি আমার Halal design কেউ ১০০০বার ডাউনলোড করে নেয় হোক তা freeতে বা buy করে, freepik compny আমাকে ১০ডলার বোনাস দেয়,তো এখন এই বোনাস কি হারাম?এই freepik company কিন্তু অমুসলিম তাই এরা সুদ খেতে পারে,আবার নাও পারে,তবে তারা আমাকে 10ডলার বোনাস দেয় যখন আমার কোন ডিজাইন ১হাজার বার download হয় তখন আর এই বোনাস কি হারাম হবে একজন মুসলিম হয়ে, কারণ তারা সুদ খেতে ও পারে আবার নাও তবে সুদের সাথে তো আমার সরাসরি হাত নেই,তারা আমাকে বোনাস দেয় যখন আমার ডিজাইন কেউ ১হাজার বার ডাউনলোড করবে সেটা টাকা দিয়ে হোক অথবা কিনে ডাউনলোড করে হোক!এখন এটা কি হারাম?
৪/আমি ব্যবসা করা লক্ষ্যে এসব halal design করি,তবে সরাসরি চুক্তি হয় না,যে যখন পারে তখন free ডাউনলোড করে অথবা premium ডাউনলোড করে আর এসবের কারণে ০.১১ডলার করে দেয়। তো এসব টাকা কি হারাম?