ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। (সূরা ওয়াকেয়া: ৬৮-৭৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দেখেন উপরোক্ত আয়াত সমূহে আগুন পানির সৃষ্টি সম্পর্কে বলছেন যে, বৃক্ষ থেকে আগুন এবং মেঘমালা থেকে বৃষ্টি অবতরণ করে থাকেন। আল্লাহ এই উপাদান ছাড়াও আগুন বা পানি আমাদেরকে দিতে পারেন।আল্লাহর জন্য সবকিছুই সম্ভব। পরিবেশের ভারসাম্য রক্ষার নিমিত্বে আল্লাহ বৃক্ষরাজি তৈরী করেছেন, তবে বৃক্ষরাজি ছাড়াও আল্লাহ পরিবেশ রক্ষা করতে পারেন।
"গাছ কাটার কারণে এতো গরম পড়েছে,আবহাওয়া খারাপ হচ্ছে" এমনটা বলা নাজায়েয হবে না। হ্যা, বৃক্ষরাজি ছাড়াও আল্লাহ গরম থেকে মানুষকে বাঁচাতে পারেন এবং আবহাওয়াকে শীতল রাখতে পারেন।