আসসালামু আলাইকুম হুজুর অনেকদিন আগে আমি আমার ফ্রেন্ড কে নিয়ে প্রশ্ন করেছিলাম,দুঃখিত আবারও প্রশ্ন করার জন্য
আমার ফ্রেন্ড প্রেম করে পরিবারের অনুপস্থিতে বিয়ে করে,পরে পরিবার জানতে পারে এবং কেও মেনে নেয়নি,
পরে আমার ফ্রেন্ড আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়,তার হাসবেন্ড এর কাছে তালাক চায়,কিন্তু তার হাসবেন্ড কোনভাবেই তালাক দিতে রাজি ছিলনা,পরে আমার ফ্রেন্ড এর জুরাজুরিতে বলে আমি আর যযোগাযোগ করবো না,আমার ফ্রেন্ড বলে যাওয়ার আগে তালাক দিয়ে যাও,তার হাসবেন্ড তখন বলে তালাক ভেবে নাও,তার এখানে তালাকের কোন নিয়ত ছিলনা,কথার মানে ছিলো তুমি তালাক ভাবলে ভেবে নাও আমি দিবনা,এমন নিয়তে বলসে কথা টা,তারপর কথার কাটাকাটিতে বলে তুমি এখন থেকে ফ্রি,,তোমার যা ইচ্ছে কর গিয়ে,সে কুন তালাকের নিয়ত করে এই কথা বলেনি,,,,তাই আমার ফ্রেন্ড এর মনে হচ্ছিলো তালাক হয়নি তাই সে পরে মেসেজ দিয়ে আবারও তালাক চাচ্ছিল
তখন তার হাসবেন্ড বলেছে তোমাকে তালাক দিলাম,
দুইএকদিন পর তার হাসবেন্ড আমাক মেসেজ দিয়ে বলে তার পুরাপুরি তালাক দেয়ার নিয়ত ছিলনা এক তালাকের নিয়ত ছিল,পরিস্তিতি সাভাবিক হলে ফিরিয়ে নিবে,পরে তার হাসবেন্ড এর শাথে সে স্বাভাবিক ভাবে আগের মত স্বামী স্ত্রীর মত কথা বলা শুরু করেছে কিন্তু আমার ফ্রেন্ড এর থাকার ইচ্ছে ছিলোনা,
আপনারাও মাসালা দিয়েছিলেন তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে,
কিন্তু এখন আমার ফ্রেন্ড কে তার হাসবেন্ড বার বার বলছে তাদের তালাক হয়নি,সে এখানে সংখ্যা বলেনি,এক তালাকে রজয়ি হয়েছে,এবং ফিরিয়ে নিয়েছে তাই আমার ফ্রেন্ড চাইলেও আলাদা হতে পারবেনা,এখন আমার ফ্রেন্ড এর কি তালাকে রজয়ি হয়েছে নাকি একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে,
আর যদি একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কুন কথার মাধ্যমে তালাক হয়েছে?এই ব্যাপারটা কষ্ট করে বুঝিয়ে বলবেন