আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
59 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
১)স্বামীকে যদি জোরপূর্বক স্ত্রীকে ফোন করে ৩ তালাক ও বায়েন তালাক দিতে বলা হয় এবং স্বামী দেয় সেই তালাক পতিত হবে? এবং এই তালাকের পর স্ত্রীকে ৩ হায়েজের আগে ফিরিয়ে নেয়া যাবে?

২) তালাক দেয়ার সময় স্ত্রী সামনে থাকা আবশ্যক? ফোনে দিলে সেটা গণ্য হবে কি?
৩)স্ত্রী সামনে নেই কিন্তু অন্য মানুষের সামনে স্বামী বললো, আমার স্ত্রীকে ৩ তালাক দিলাম। এই তালাক পতিত হবে?

1 Answer

0 votes
by (719,600 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জোরপূর্বক, ব্ল্যাকমেইল করার কারণে স্বামী তালাক দিলে তা পতিত হয়ে যাবে। তবে হত্যার হুমকি এবং তার বাস্তবায়ন প্রায় নিশ্চিত হলে, তখন লিখে তালাক দিলে গ্রহণযোগ্য হবে না।তবে মৌখিক তালাক তখনো গ্রহণযোগ্য হবে।
"( وأما ) ( أنواعه ) فالإكراه في أصله على نوعين إما إن كان ملجئا أو غير ملجئ فالإكراه الملجئ هو الإكراه بوعيد تلف النفس أو بوعيد تلف عضو من الأعضاء والإكراه الذي هو غير ملجئ هو الإكراه بالحبس والتقييد" .(35/5)
فتاوی شامی میں ہے:
"وفي البحر: أن المراد الإكراه على التلفظ بالطلاق فلو أكره على أن يكتب طلاق امرأته فكتب لاتطلق لأن الكتابة أقيمت مقام العبارة باعتبار الحاجة ولا حاجة هنا، كذا في الخانية". (236/3ط: سعید
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 72902

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)স্বামীকে যদি জোরপূর্বক স্ত্রীকে ফোন করে ৩ তালাক ও বায়েন তালাক দিতে বলা হয়, এবং স্বামী দেয়ও তাহলে সেই তালাক পতিত হবে। যদি এক বা দুই তালাক দেয়া হয়ে থাকে, তাহলে তালাকের পর স্ত্রীকে ৩ হায়েযের মধ্যে ফিরিয়ে নেয়া যাবে।

(২) তালাক দেয়ার সময় স্ত্রী সামনে থাকা আবশ্যক নয়। ফোনে দিলেও সেটা গ্রহণযোগ্য হবে।

(৩) স্ত্রী সামনে নেই,  অন্য মানুষের সামনে স্বামী যদি  বলে, "আমার স্ত্রীকে ৩ তালাক দিলাম"। তাহলে এই তালাকও পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...