আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
100 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (18 points)
আসসালামু আলাইকুম, প্রিয় শায়খ।
১। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদিন নাব্যিইল উম্মিই ওয়ালা আলী ওয়াসাল্লিম তাসলিমা।
এটা কি দুরুদ শরীফ? এর রেফারেন্সটা একটু বলে দিলে ভালো হয়.।

২। নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার পরে আমি কি নিম্নোক্ত দোয়া গুলি এইভাবে পড়তে পারব কিনা?
ক/ রব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওজুররিয়াতিনা কুররতায়াইউনিউ অজাআলনা লিল মুত্তাকিনা ইমামা।
খ। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আজাবিল কবরি

আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আজাবিল জাহান্নাম
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ফিতনা তিল মাহিয়া ওয়াল মামাত

আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল

গ।রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার।
ঘ। রাব্বি হাবলি মিনাস সলিহিন।

প্রিয় শায়খ,  বাংলায় আরবি লেখার ভুলভ্রান্তি  ক্ষমা করবেন।

৩। যদি উক্ত দোয়া গুলি পড়া যায়  তাহলে এটি কোন কোন নামাজের ক্ষেত্রে পড়তে পারবো?

৪।এছাড়াও পবিত্র কুরআন  বর্ণিত অন্যান্য দোয়া করা যাবে কিনা?
জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হ্যাঁ, এটা হাদীস। 

হাদীস শরীফে এসেছেঃ- 

عن ابي ھریرة رضي الله عنه : من صلي صلاة العصر في یوم الجمعة فقال قبل ان یقوم من مقامه 
"اللھم صل علي محمد النبي الامي و علي اله وسلم تسلیما غفرله ذنوب ثمانین عاما , وكتبت لھ 
عبادة ثمانین سنة

 হযরত আবু হুরাইরা (রাযি.) হতে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইিহ 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি  জুমার দিন  আসর নামাজর পর না উঠে ঐ 
স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নলিখিত দরুদ শরীফ পাঠ করেব, তার ৮০ 
বছরের গুনাহ মাফ সবে এবং ৮০ বছেরর নফল ইবাদতের  সওয়াব তার আমল নামায় 
লেখা হবে।
,
দরুদটি হলো : ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মািদিনন নাবিয়্যিল উম্মিয়্যি
ওয়া‘আলা আলিহী ওয়াসাল্লিম তাসলীমা’।
,
তাখরীজুল হাদীস: হাদীসটি বর্ণনা করেন,  ইমাম ইবনে শাহীন (রহ.) তার কিতাবদ্বয় 
“ আফরাদ” এবং আত তারগীব ফি ফাযািয়িলিল আমাল ,(পৃ:২২), ইমাম দারাক্বুতনী 
(রহ.)তার কিতাব“ আফরাদ (৫০৯৫), ইমাম দাইলামী তার“ মুসনাদুল 
ফিরদাউস:২/৪০৮, “ আল ক্বওলুল বাদী‘ পৃ:২৮৪।

★সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উক্ত হাদীস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম থেকে মতপার্থক্য বিদ্যমান রয়েছেন।কেউ কেউ হাসান বলছেন,আবার কেউ কেউ যঈফ বলছেন।যদি আমরা যঈফ ধরেও নেই তবে আ'মালের বেলায় যেহেতু যঈফ হাদীস গ্রহণযোগ্য। তাই উক্ত হাদীস অনুযায়ী আ'মল করা যাবে।

বিস্তারিত জানুনঃ- 

(০২)
হ্যাঁ, এই দোয়া গুলি পড়া যাবে।

(০৩)
সব নামাজের ক্ষেত্রেই পড়া যাবে।

(০৪)
করা যাবে।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...