عن ابي ھریرة رضي الله عنه : من صلي صلاة العصر في یوم الجمعة فقال قبل ان یقوم من مقامه
"اللھم صل علي محمد النبي الامي و علي اله وسلم تسلیما غفرله ذنوب ثمانین عاما , وكتبت لھ
عبادة ثمانین سنة
হযরত আবু হুরাইরা (রাযি.) হতে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইিহ
ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজর পর না উঠে ঐ
স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নলিখিত দরুদ শরীফ পাঠ করেব, তার ৮০
বছরের গুনাহ মাফ সবে এবং ৮০ বছেরর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায়
লেখা হবে।
,
দরুদটি হলো : ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মািদিনন নাবিয়্যিল উম্মিয়্যি
ওয়া‘আলা আলিহী ওয়াসাল্লিম তাসলীমা’।
,
তাখরীজুল হাদীস: হাদীসটি বর্ণনা করেন, ইমাম ইবনে শাহীন (রহ.) তার কিতাবদ্বয়
“ আফরাদ” এবং আত তারগীব ফি ফাযািয়িলিল আমাল ,(পৃ:২২), ইমাম দারাক্বুতনী
(রহ.)তার কিতাব“ আফরাদ (৫০৯৫), ইমাম দাইলামী তার“ মুসনাদুল
ফিরদাউস:২/৪০৮, “ আল ক্বওলুল বাদী‘ পৃ:২৮৪।
★সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উক্ত হাদীস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম থেকে মতপার্থক্য বিদ্যমান রয়েছেন।কেউ কেউ হাসান বলছেন,আবার কেউ কেউ যঈফ বলছেন।যদি আমরা যঈফ ধরেও নেই তবে আ'মালের বেলায় যেহেতু যঈফ হাদীস গ্রহণযোগ্য। তাই উক্ত হাদীস অনুযায়ী আ'মল করা যাবে।