জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
এক্ষেত্রে দ্রুত নামাজ শেষ করে বাচ্চাকে সামলাতে পারবেন।
দ্রুত নামাজ শেষ বলতে ছোট সুরা দিয়ে নামাজ আদায় করা,প্রয়োজনে রুকু সেজদাহ এর তাসবিহ আদায় না করা,বৈঠকে শুধুমাত্র তাশাহুদ পাঠ করা।
নফল নামাজ হলে নামাজ ছেড়ে দেয়ার অনুমতিও অনেকে দিয়েছেন।
তবে পরবর্তীতে এর কাজা আদায় করতে হবে।
(০২)
মাযলুম যালিমের কাছ থেকে সীমালঙ্ঘন ব্যতীত প্রতিশোধগ্রহণ করতে পারবে বা প্রতিশোধের অপেক্ষায় থাকতে পারবে এতে তার কোন প্রকার গুনাহ হবেনা।এ সম্পর্কে আরোও শুনুন আল্লাহর তা'আলার বাণী.....
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺇِﺫَﺍ ﺃَﺻَﺎﺑَﻬُﻢُ ﺍﻟْﺒَﻐْﻲُ ﻫُﻢْ ﻳَﻨﺘَﺼِﺮُﻭﻥَ
যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে।(৪২সূরা আশ শূরা-৩৯)
ﻭَﺟَﺰَﺍﺀ ﺳَﻴِّﺌَﺔٍ ﺳَﻴِّﺌَﺔٌ ﻣِّﺜْﻠُﻬَﺎ ﻓَﻤَﻦْ ﻋَﻔَﺎ ﻭَﺃَﺻْﻠَﺢَ ﻓَﺄَﺟْﺮُﻩُ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻧَّﻪُ ﻟَﺎ ﻳُﺤِﺐُّ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন নাই।(৪২/৪০)
ﻭَﻟَﻤَﻦِ ﺍﻧْﺘَﺼَﺮَ ﺑَﻌْﺪَ ﻇُﻠْﻤِﻪِ ﻓَﺄُﻭْﻟﺌِﻚَ ﻣَﺎ ﻋَﻠَﻴْﻬِﻢ ﻣِّﻦ ﺳَﺒِﻴْﻞٍ ، ﺇِﻧَّﻤَﺎ ﺍﻟﺴَّﺒِﻴﻞُ ﻋَﻠَﻰْ ﺍﻟّﺬِﻳْﻦَ ﻳَﻈْﻠِﻤُﻮﻥَ ﺍﻟﻨَّﺎﺱَ ﻭَﻳَﺒْﻐُﻮﻥَ ﻓِﻲْ ﺍﻟْﺄَﺭْﺽِ ﺑِﻐَﻴْﺮِ ﺍﻟْﺤَﻖّ ، ﺃُﻭْﻟﺌِﻚَ ﻟَﻬُﻢ ﻋَﺬَﺍﺏٌ ﺃَﻟِﻴﻢٌ
নিশ্চয় যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে, তাদের বিরুদ্ধেও কোন অভিযোগ নেই।
অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে, যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।(৪২/৪১-৪২)
আরো জানুনঃ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কে আপনাদের উপর কালো যাদু করেছে,এই বিষয়ে প্রমানের ভিত্তিতে শতভাগ নিশ্চিত হলে এভাবে বদ দুয়া করলে আশা করি আপনাদের গুনাহ হবেনা।
(০৩)
এটা বুঝিয়ে নিয়ে আসতে হবে।
সৎ লোকদের সাথে উঠাবসা বেশি করলে আশা করি সমাধান মিলবে।
(০৪)
বিয়ে আল্লাহর আদেশে হয়।
তবে বান্দার চেষ্টা সব ক্ষেত্রেই জরুরী।
বান্দার চেষ্টা ছাড়া আল্লাহর আদেশ হয়না।
(০৫)
আপনার উপর আগে থেকে যাকাত ফরজ থাকলে এই টাকারও যাকাত আপনাকে দিতে হবে।
(০৬)
স্বপ্নে শয়তান উনার রুপ নিতে পারে।
(০৭)
উক্ত নেইল কাটার ব্যবহার করা যাবে।
তবে ছবিটা তুলে ফেলাই উত্তম।
(০৮)
একজন এর পজিটিভ আরেকজনের নেগেটিভ আসতে পারে।
এক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের মতো আগাতে পারে।
(০৯)
যাকাত সম্পূর্ণভাবে আদায় করে বিলাশি জীবন যাপন করা যাবে।
তবে অপচয় করা হারাম,এটি মাথায় রাখতে হবে।
(১০)
এমনটা করলে উপকার পাওয়া যাবে,ইনশাআল্লাহ।
তবে এই আমলটিকে আবশ্যকীয় বা দ্বীনের অংশ বলে মনে করা যাবেনা।