আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমি প্রচন্ডভাবে দ্বীন মেনে চলার চেষ্টা করি,আল্লাহকে খুব ভয় করি। পর্দার পাবন্দি করি। যাহোক,কোনো এক বিষয়ে খুব বিপদে পড়ে আছি কিছুদিন।। দুয়া করছি অনেক,কিন্তু ধৈর্য শেষ হয়ে যাচ্ছিলো,কেউ সাহায্য করছিলো না, কোনো বিষয় আমার অনুকূলে আসছিল না। বিধায় মনে মনে সব কিছুকে বকা দিচ্ছিলাম। এরপর একদিকে তাকিয়ে মনে মনে আল্লাহকেও জানোয়ার বলে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ। কিন্তু মনে মনে বলার ক্ষেত্রেও মাথায় ছিলো,আল্লাহকে কোনো গালি দেয়া যাবে না। কোনো খারাপ কিছু বলা যাবে না। কিন্তু মনে মনে ঐ কথাটা এসে গেছে। সাথে সাথেই আমি কষ্ট পেলাম, ভেতরটা খালি হয়ে গেলো যে আল্লাহও জানোয়ার আছে এই কথাটা কিভাবে মনে মনে চলে আসল। তবে আমি সব সময়ে এটাই ভাবি আল্লাহকে কিছু বলা যাবে না,যাবে না। তাও হয়ে গেলো। এটা আমি আসলে বলতে চাই ই নি মনে মনে।
১)এতে কি আমার ঈমান চলে গেছে?
২) বিবাহ ভেংগে গেছে? আমি বিবাহিত।
আমি মোটেও আমার জ্ঞান থাকতে আল্লাহকে গালি তো দূর কি বাত,এগুলো ভাবতেও পারিনা আল্লাহকে কিছু বলবো। সব কিছুকে গালি দিতে দিতে এসে গেছে ভুল করে বলে ফেলেছি মনে মনে, ঐ মুহূর্তেই নিজের প্রতি প্রচন্ড ক্ষোভ হয়,আমি চাইনি এরকম হোক।